ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই

স্পোর্টস নিউজ:বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হলো ভারতী ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাগারে ২০ হাজার কোটি রুপি জমা রয়েছে। এমন তথ্য দিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
তারা জানিয়েছে, ভারতীয় বোর্ডের কোষাগারে থাকা অর্থের পরিমাণ ২০ হাজার কোটি রুপির চেয়েও বেশি। ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভায় জমা দেওয়া হিসাব অনুযায়ী, বিসিসিআইয়ের ব্যাংক ব্যালেন্স ছিল ২০ হাজার ৬৮৬ কোটি রুপি।
এই অর্থ মাঝের এক বছরে নিশ্চিতভাবেই অনেকখানি বেড়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় হালনাগাদ করা হিসাব উপস্থাপন করা হবে। তখনই জানা যাবে বর্তমানে বিসিসিআইয়ের কাছে কত রুপি আছে।
সর্বশেষ বার্ষিক সভায় জমা দেওয়া হিসাবের একটি অংশে বলা হয়েছে, ‘সেক্রেটারি সদস্যদের জানিয়েছেন যে ২০১৯ সাল থেকে বিসিসিআইয়ের নগদ অর্থ ও ব্যাংক ব্যালান্স বেড়েছে। ২০১৯ সালে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে কোনো অর্থ বিতরণ করার আগে এই পরিমাণ ছিল ৬ হাজার ৫৯ কোটি রুপি।
আর বর্তমানে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে সব পাওনা পরিশোধ করার পরেও এই পরিমাণ দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৬ কোটি রুপিতে।’
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে পরবর্তী পাঁচ বছরে বিসিসিআইয়ের কোষাগারে যুক্ত হয়েছে ১৪ হাজার ৬২৭ কোটি রুপি। এর মধ্যে ২০২৩–২৪ সালেই বিসিসিআইয়ের অর্থের পরিমাণ বেড়েছে ৪ হাজার ১৯৩ কোটি রুপি।
প্রতিবেদনে আয়কর বাবদ ৩ হাজার কোটি রুপির বেশি অর্থ আলাদা করে রাখার কথাও বলা হয়েছে, ‘২০২৩-২৪ আর্থিক বছরের জন্য বিসিসিআই আয়কর বাবদ ৩ হাজার ১৫০ কোটি টাকা ধার্য করেছে।
যদিও বিসিসিআই আদালত এবং ট্রাইব্যুনালে সঠিক পথেই আছে, তবু করসংক্রান্ত যেকোনো বাধ্যবাধকতা পূরণের জন্য তারা ব্যবস্থা করে রেখেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা