ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
ইউনূস সরকারকে ব্যর্থ উল্লেখ করে জাস্টিস ফর জুলাইয়ের ৩ দাবি

নিজস্ব প্রতিবেদকঃ দেশের সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে তিন দফা দাবি দিয়েছে প্রেসার গ্রুপ জাস্টিস ফর জুলাই। আগামী ১ মাসের ভিতর এই ৩ দাবীর একটাও দৃশ্যমান না হয় ছাত্র জনতা মিলে আবার রাজপথে নেমে দাবী আদায় করা হবে জানান তারা।
রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তারা।
দাবিগুলো হচ্ছে: যেখানে যত দাগী আসামী আছে যারা আগস্টের পর জামিন পেয়েছিলো সবাইকে গ্রেফতার করতে হবে; আওয়ামীলীগের যত হত্যাকারী,খুনী আছে যারা জুলাই আগস্টে হত্যা কান্ডে জড়িত ছিলো তাদের গ্রেফতার করতে হবে এবং পুলিশ বাহিনীকে সংস্কার করতে হবে, এই পুলিশ বাহিনীকে আর কেন রাজনৈতিক দলের বন্দুকের নিচে থেকে জনগণের বিপক্ষের শক্তি হিসেবে পুনরায় দাঁড় করানো যাবে না।
এ সময় সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক তাহমিদ ফাহিম বলেন, দেশের সার্বিক আইনের পরিস্থিতিতির অবনতিতে প্রশাসন সহ সরকার নিরব ভূমিকা পালন করছে। আগস্টের যেই ৩ দিন কোন সরকারই ছিলো না এই দেশে, তখন সম্পূর্ণ ভাবে জনগণ নিয়ন্ত্রণ করে রেখেছিলো সকল পাড়া মহল্লায় পাহারা বসিয়েছিলো জনগণ,যদিও একটি দেশ কখনো এভাবে সারা জীবনরে জন্যে পরিচালিত হতে পারেনা সেজন্যে দরকার পড়ে প্রশাসন প আইন শৃঙ্খলা রক্ষীকারী বাহিনীদের। অথচ, দেশের সর্বোচ্চ অরাজকতা তৈরি হতে পারতো আগস্টের ওই ৩ দিন কিন্তু আমরা দেখেছি সেসব কিছু হয়নি আল্লাহর রহমতে।
তিনি বলেন, আজ অভ্যূত্থান এর ১ বছর পরে এতটা দীর্ঘ সময় পাড়ি দিয়ে এসেও আইন শৃঙ্খলার পরিস্থিতি যেখানে দিন দিন উন্নত হওয়ার কথা ছিলো সেখানে উল্টে শৃঙ্খলা ভেঙে পড়ছে। ইউনুস সরকার যেহেতু ব্যর্থ হচ্ছেন সরকারের প্রতিরক্ষা বাহিনীকে নিয়ন্ত্রিত ভাবে পরিচালিত করতে সেহেতু আপনি নির্বাচন দিয়ে বিদায় হউন।
তাহমিদ আরো বলেন, দেশের প্রতিটা জায়গায়,প্রতিটা থানায়,প্রতিটি মহল্লায় চুরি,ছিনতাই,প্রকাশ্যে খুন,জখমের ঘটনা বেড়েই চলেছে দিনদিন।এমতঅবস্হায় প্রশাসন এমন মিথেন গ্যাসের মতো ভূমিকা পালন করছে কিনা তা আমাদের জানা নাই। কারণ খুজলে,পাওয়া যেতে পারে যে বা যারা এই দেশের সার্বভৌমত্ব ধ্বংস করতে চেয়েছিলো পতিত ফ্যাসিস্ট এর লোক এখনো বসানো আছে প্রশাসনের সকল গুরুত্বপূর্ণ জায়গায়।
যারা চাই স্যাবোটেজ ক্রিয়েট করতে এজন্যে চিটাগং বিশ্ববিদ্যালয়ের ২৪ ঘন্টার ভিতরে তারা পরিস্হিতি নিয়ন্ত্রণে আনতে ব্যার্থ হয় কতিপয় কিছু সেনা অফিসারদের দেশ বিরোধী ষড়যন্ত্রের মুখে সকল সেনাবাহিনী কে জনগণের সামনে শত্রু হিসেবে উপস্হাপন করতে উঠে পড়ে নেমেছে তারা বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ফরিদপুরে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা অথচ এই ঘএনা এতদূর আসতোই না যদি প্রশাসন শুরু থেকেই পদক্ষেপ নিতো কিন্তু তারা নেয়নি। এমতাবস্হায় প্রশাসন কেন কাজ করছেনা সেটার জবাবদিহিতা সরকার,স্বরাষ্ট্র উপদেষ্টা,প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্সকে,আইন উপদেষ্টা আসিফ নজরুলকে অবশ্যই দিতে হবে
এ সময় তিনি নুরুল হক নূরের হামলা নিয়েও কথা বলেন। তিনি বলেন, হামলা হয় নূরুল হক নূরু ভাইয়ের আর আইন উপদেষ্টা ফেসবুকে সমবেদনা জানায় কোন ধরনের ফাইজলামি? তারা সরকার হয়ে কিছু করার ক্ষমতা রাখেনা যখন,তখন জুলাইয়ে ২ হাজার আহত শত শত শহীদের রক্তের উপর দিয়ে যে ক্ষমতায় তারা বসেছে সেই ক্ষমতায় থেকেই তাদের এই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে নচেৎ গদি ছাড়ো।
সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য আসমাউল হুসনা সহ অনেকেই উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা