ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

শপথ নিলেন আবিদ-হামিম-মায়েদ পরিষদের প্রার্থীরা

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৪:০১:২৯

শপথ নিলেন আবিদ-হামিম-মায়েদ পরিষদের প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের ছাত্রদল প্রার্থীরা রবিবার (৭ সেপ্টেম্বর) শপথবাক্য পাঠ করেছেন। অনুষ্ঠানের স্থান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলা।

এর আগে শনিবার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ এবং হল সংসদগুলোর প্রার্থীরা আজ শপথবাক্য পাঠ করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত শপথবাক্য অনুষ্ঠানে ডাকসু নির্বাচনের সব ছাত্রদল সমর্থিত প্রার্থী অংশগ্রহণ করেন। এছাড়া হল সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থীরাও একই দিনে তাদের শপথ নেন।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত