ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

পাকিস্তানে ক্রিকেট ম্যাচে বিস্ফোরণ, নিহত ১

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১২:৩৫:৫৯

পাকিস্তানে ক্রিকেট ম্যাচে বিস্ফোরণ, নিহত ১

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলার খার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার চলমান এক ক্রিকেট ম্যাচ চলাকালে এই বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একাধিক দর্শক ও খেলোয়াড়।

বাজৌর জেলার পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক স্থানীয় গণমাধ্যম ‘ডন’-কে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে, যাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, বিস্ফোরণটি ঘটানো হয়েছে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে এবং এটি একটি লক্ষ্যভিত্তিক হামলা হতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খেলা চলাকালে হঠাৎ বিস্ফোরণে মাঠ কেঁপে ওঠে এবং মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একজন পুলিশ মুখপাত্র পাকিস্তানি সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস ট্রিবিউন’-কে বলেন, “বিস্ফোরণের শব্দে মাঠ কেঁপে ওঠে, মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করে। কয়েক মিনিটের জন্য চারপাশে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়।”

পাকিস্তানে এমন হামলা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। বিশেষ করে গণসমাবেশ, ক্রীড়া ইভেন্ট এবং জনবহুল স্থানের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত