ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
দেশে প্রথমবারের মতো নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট সেবা চালু

রাজধানীর গুলশান এলাকায় নাগরিক সেবা কেন্দ্রের মাধ্যমে নতুনভাবে পাসপোর্ট সেবা চালু হয়েছে। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই সেবা উদ্বোধন করেন। দেশে এটি প্রথমবারের মতো পাসপোর্ট অফিসের বাইরে, উদ্যোক্তা নির্ভর নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট আবেদন ও নবায়ন সংক্রান্ত সেবা সরবরাহের উদ্যোগ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে নাগরিক সেবা কেন্দ্রগুলোতে পাসপোর্টের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন, এনআইডি এবং ভূমি নামজারি পর্চা সংক্রান্ত সহ মোট ৪০০ ধরনের সরকারি সেবা প্রদান করা হচ্ছে। গুলশান ১, উত্তরা সেক্টর ৬, নীলক্ষেত, রমনা, মোহাম্মদপুর এবং বনশ্রীতে এই মাসের শেষে আরও চারটি কেন্দ্র চালু হয়ে মোট ১০টি নাগরিক সেবা কেন্দ্র পাইলট পর্যায়ে কাজ করবে। এর মধ্যে গুলশান ১, উত্তরা এবং নীলক্ষেতের কেন্দ্রগুলো ইতোমধ্যেই পূর্ণ কার্যক্রমে সচল রয়েছে।
নাগরিক সেবার মাধ্যমে দেশের সরকারি অফিসগুলোর সকল সেবা এক জায়গায় সংযুক্ত করা হচ্ছে। এতে ভিন্ন ভিন্ন অফিসের ওয়েবসাইটে আলাদাভাবে আবেদন করতে হবে না, বরং একটিমাত্র ন্যাশনাল এপিআই কানেক্টিভিটি হাব-এর মাধ্যমে সব সেবা পাওয়া যাবে। এ উদ্যোগের মাধ্যমে আগের ডিজিটাল আইল্যান্ডগুলোও একসাথে ইন্টারকানেক্ট এবং ইন্টারঅপারেবল হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, এটি দেশের প্রথম সিটিজেন সার্ভিস কানেক্টিভিটি হাব, যা নাগরিকদের জন্য সেবা প্রাপ্তিকে সহজ এবং ঝামেলামুক্ত করবে। পাসপোর্ট সেবার উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার