ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয় সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে, দেশে ফিরতে চাইলে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট সংক্রান্ত যেকোনো সহায়তা সরকার দিতে প্রস্তুত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমান নাগরিক হিসেবে যে কোনো সময় দেশে আসতে পারেন। আসার জন্য যদি ট্রাভেল ডকুমেন্টের কোনো জটিলতা থাকে, তা সমাধান করা হবে। তবে সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের।
এক সাংবাদিক জানতে চাইলেন, সরকার কি তাকে দেশে ফেরানোর কোনো পদক্ষেপ নেবে কি না। জবাবে তৌহিদ হোসেন বলেন, আমাদের তা করার প্রয়োজন নেই। সিদ্ধান্ত তার নিজের হাতে। উনি যখন আসতে চাইবেন, আমরা সহায়তা করব।
তৌহিদ হোসেন আরও জানান, তারেক রহমান লন্ডনের বাংলাদেশ মিশনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না, তা তার জানা নেই। তবে তিনি নিশ্চিত করেন, দেশে ফেরার সময় প্রয়োজনীয় যেকোনো ট্রাভেল ডকুমেন্টের সহায়তা সরকার প্রদান করবে।
অন্যদিকে, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাস দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে আপিল বিভাগ এই রায় বহাল রেখেছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন বা প্রত্যাহার সাপেক্ষে পর্যবেক্ষণসহ রায় প্রদান করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন