ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
রপ্তানি আয় ১০ শতাংশের বেশি বেড়ে নতুন উচ্চতায়
নিজস্ব প্রতিবেদক:দেশের রপ্তানি আয় চলতি অর্থবছরে ভালো পারফরম্যান্স করছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে, অর্থাৎ জুলাই থেকে আগস্ট পর্যন্ত, দেশের রপ্তানি আয় ১০.৬১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এই তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
গত অর্থবছরের একই সময়ে দেশের রপ্তানি আয় ছিল ৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। এই তুলনায় দেখা যাচ্ছে, সামগ্রিকভাবে রপ্তানি খাতের উন্নতি হয়েছে। তবে, আগস্ট মাসে বার্ষিক ভিত্তিতে রপ্তানি আয় কিছুটা কমে ২.৯৩ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২৫ সালের আগস্ট মাসে রপ্তানি আয় ছিল ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালের আগস্টে অর্জিত ৪ দশমিক ০৩ বিলিয়ন ডলারের তুলনায় সামান্য কম।
সবচেয়ে বেশি অবদান রেখেছে তৈরি পোশাক বা আরএমজি খাত, যা দেশের প্রধান রপ্তানি খাত। চলতি বছরের জুলাই-আগস্টে এই খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৭ দশমিক ১৩ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯.৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি দেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের শক্ত অবস্থানের প্রমাণ।
রপ্তানি খাতের এই ইতিবাচক প্রবৃদ্ধি দেশীয় উৎপাদন এবং বাণিজ্যের উন্নয়নের দিক থেকে একটি ভালো সংকেত হিসেবে ধরা হচ্ছে। তবে আগস্ট মাসের সামান্য হ্রাস স্বাভাবিক চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হলেও, সামগ্রিক বছর জুড়ে রপ্তানি আয়ের উন্নয়নের জন্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনা ও পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা অব্যাহত থাকায় রপ্তানি আয় বাড়ার সম্ভাবনা শক্তিশালী। একই সঙ্গে বিভিন্ন নতুন বাজারে প্রবেশ এবং পণ্যের বৈচিত্রতা বৃদ্ধির মাধ্যমে রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে।
সরকারও রপ্তানি খাতের উন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য নীতিমালা এবং কর সুবিধা প্রদানসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে, যা দেশের রপ্তানি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল