ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

বাজার টেনে নামানোর নেতৃত্বে সাত কোম্পানি

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৯:৩৮:২৪

বাজার টেনে নামানোর নেতৃত্বে সাত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে (সোমবার) স্বাভাবিক দর সংশোধনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৩.৭৮ পয়েন্টে। সূচক টেনে নামানোর ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে ৭ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৭টি হলো- ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, রেনেটা, গ্রামীণ ফোন, বিএটিবিসি, লাফার্জহোলসিম এবং বেস্টহোল্ডিংস। আজ ডিএসইর সূচক থেকে এই ৭ কোম্পানি প্রায় ১৭ পয়েন্ট কমিয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট কমিয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি এদিন ডিএসইর সূচক থেকে ৫.৩০ পয়েন্ট কমিয়েছে। আজ ব্যাংকটির শেয়ার দর ৯০ পয়সা বা ২.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪২ টাকা ৫০ পয়সায়। এদিন ব্যাংকটির শেয়ার দর ৪২ টাকা ১০ পয়সা থেকে ৪৩ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ১ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট কমিয়েছে রেনেটা। কোম্পানিটি সূচক থেকে ৩.৮১ পয়েন্ট কমিয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ৬০ পয়সা বা ৩.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫০৯ টাকা ৯০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ৫০৮ টাকা ৩০ পয়সা থেকে ৫৩০ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৯ কোটি ২০ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট কমিয়েছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটি ডিএসইর সূচক থেকে ১.৮৩ পয়েন্ট কমিয়েছে। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ১.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২৮ টাকা ৪০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১২৮ টাকা থেকে ১৩১ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৭ কোটি ৮১ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য ৪ কোম্পানির মধ্যে- গ্রামীণ ফোন প্রায় ১.৮৩ পয়েন্ট, বিএটিবিসি ১.৬৭ পয়েন্ট, লাফার্জহোলসিম ১.২৫ পয়েন্ট এবং বেস্ট হোল্ডিংসে ১.০৭ পয়েন্ট কমিয়েছে।

এসকে/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত