ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
উত্থানের পর হালকা সমন্বয়, বিনিয়োগকারীদের আস্থা অটুট

নিজস্ব প্রতিবেদক: তিন কার্যদিবস উত্থানের পর আজ (০১ সেপ্টেম্বর) শেয়ারবাজারে স্বাভাবিক দর সংশোধন লক্ষ্য করা গেছে। এতে সূচক সামান্য কমেছে এবং টাকার অংকে লেনদেনও হ্রাস পেয়েছে। একই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদরেও সামান্য সংশোধন হয়েছে। তবে এই হালকা সমন্বয় বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাবকে ছাপিয়ে দিতে পারেনি। চলতি বছরের শুরু থেকেই বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে, যা এখনও অব্যাহত। সূচক ও লেনদেনের সামান্য হ্রাস বাজারে আতঙ্ক সৃষ্টি না করে, বরং বিনিয়োগকারীদের আস্থা আরও দৃঢ় করেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ (সোমবার) ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু ৩০ মিনিট পর থেকে একটানা সূচকের তীর নীচের দিকে নামতে থাকে। এরপর সূচক বাড়লেও আগের অবস্থানে উঠে আসতে পারেনি। সূচক বৃদ্ধির তুলনায় কমার পরিমাণ বেশি থাকায় বিনিয়োগকারীরাও লেনদেন থেকে কিছুটা দূরে থাকে। যে কারণে দিনশেষ সূচকের সামান্য পতন ঘটে। একই সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেন ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৩.৭৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২২৫.০৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৮.৭৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৯টির দর বেড়েছে, ২৪৪টির দর কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ১ হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগেদিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১১৫ কোটি ৩০ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ২৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২টির, কমেছে ১৪৭টির এবং পরিবর্তন হয়নি ২১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯৪.১৮ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৩৩.৩৪ পয়েন্ট বেড়েছিল।
এসকে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা