ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
বেক্সিমকোকে ৩৬০ কোটি টাকার ঋণ পরিশোধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) খেলাপি হিসেবে শ্রেণিকৃত ৩৬০ কোটি টাকার ঋণ ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত। এই নির্দেশনায় বেক্সিমকো লিমিটেডের ছয় পরিচালককে সংশ্লিষ্ট সুদসহ অর্থ পরিশোধের দায়িত্ব দেওয়া হয়েছে।
অর্থঋণ আদালত-৫-এর বিচারক মুজাহিদুর রহমান রবিবার (৩১ আগস্ট) এ আদেশ দেন। নির্দেশনায় বলা হয়েছে, ঋণের ওপর ১২ শতাংশ হারে সুদ ধার্য হবে। আদালতে বেক্সিমকো গ্রুপের পক্ষ থেকে কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
আদালত আইনের ৬(৪) ধারা অনুযায়ী ব্যাংকের হলফনামাকে মৌলিক সাক্ষ্য হিসেবে গ্রহণ করে আদালত ঋণ পরিশোধের নির্দেশ দিয়েছেন, যার মধ্যে রয়েছেন বেক্সিমকো লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, চেয়ারম্যান আহমেদ সোহেল ফসিহুর রহমান, পরিচালক ইকবাল আহমেদ, ওসমান কায়সার চৌধুরী, আবু বকর সিদ্দিকুর রহমান এবং রীম এইচ শামসুদ্দোহা।
আদালতে উপস্থাপিত নথিপত্র অনুযায়ী, ইউসিবির গুলশান করপোরেট শাখা থেকে ২০১৯ সালে বেক্সিমকো ২৫০ কোটি টাকার মূলধন ঋণ গ্রহণ করেছিল। পরবর্তীতে ঋণ পরিশোধ না হওয়ায় সীমা বৃদ্ধির মাধ্যমে ঋণ নিয়মিত রাখা হয়। ২০২২ সালে ২ কোটি ৬৭ লাখ টাকার সুদ মওকুফ সুবিধা দিয়ে ৩২২ কোটি ৫৪ লাখ টাকা পুনঃতপশিল করা হয়।
এছাড়া গত বছরের ডিসেম্বরে ঋণ পুনঃতপশিলের পরিমাণ দাঁড়ায় ৩৩৪ কোটি টাকা। তবুও পরিশোধ না হওয়ায় গত জুনে ইউসিবি অর্থঋণ আদালতে মামলা করে। ঋণের বিপরীতে পরিচালকদের ব্যক্তিগত গ্যারান্টি রয়েছে।
এছাড়া, ২৭ আগস্ট একই আদালত জনতা ব্যাংকের ২০৭ কোটি টাকা ঋণখেলাপির মামলায় আসিফ অ্যাপারেলসের দুই মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ এবং তাঁর ছেলে ও পরিচালক আসিফ সালাউদ্দিনকে ৬ মাসের দেওয়ানি আটকাদেশ দেওয়া হয়েছে।
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অবস্থিত রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানটি জনতা ব্যাংকের ঋণ পরিশোধ না করায় খেলাপি হয়েছে। ব্যাংক ঋণ আদায়ে আদালতের সহায়তায় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করেছে।
এসকে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা