ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
গণঅধিকার পরিষদে ভাঙন, শতাধিক নেতার গণপদত্যাগ
.jpg)
কমিটি বাণিজ্য, অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দুর্নীতির অভিযোগে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে একযোগে পদত্যাগ করেছেন নওগাঁ জেলা ও উপজেলার শতাধিক নেতাকর্মী। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নওগাঁ শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এই পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি এবাদুল ইসলাম। তিনি অভিযোগ করেন, সংগঠনটি তার নীতি ও আদর্শ থেকে সরে এসেছে এবং তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন করছে। তার মতে, কেন্দ্রীয় নেতৃত্ব স্বৈরাচারী আচরণ করছেন, যা অগণতান্ত্রিক এবং অপমানজনক।
লিখিত বক্তব্যে এবাদুল ইসলাম আরও বলেন, "দলের অভ্যন্তরে মতামতের কোনো মূল্য নেই; উপর থেকে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।" তিনি জানান, সম্প্রতি নওগাঁ জেলা কমিটি গঠনের জন্য একটি উপকমিটি গঠন করা হলেও, তাদের সিদ্ধান্ত উপেক্ষা করে একটি 'অলৌকিক ক্ষমতা' বলে কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, মূল সংগঠন গণঅধিকার পরিষদ হলেও, অঙ্গসংগঠন যুব অধিকার পরিষদ এটিকে নিয়ন্ত্রণ করছে, যা সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী।
বিভিন্ন কমিটি গঠনে অর্থের লেনদেন হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কোনো কর্মসূচি করতে হলে কেন্দ্রীয় নেতাদের আনতে জেলা থেকে অর্থ সংগ্রহ করতে বলা হয়, যা এক ধরনের চাপ ও অবিচার। এবাদুল ইসলাম বলেন, "নতুন ধারার রাজনীতির কথা বললেও বর্তমানে সব কিছু পুরনো ধ্যানধারণা ও আচরণেই চলছে।" তিনি দাবি করেন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সুমন কবির এবং কেন্দ্রীয় নেতারা কিছু সদস্যের 'অনৈতিক কাজকে' প্রশ্রয় দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খান বলেন, নওগাঁ জেলায় ঘোষিত নতুন কমিটিতে সাধারণ সম্পাদকের পদে যার নাম আছে, তার কোনো যোগ্যতা নেই। শুধুমাত্র স্বজনপ্রীতির কারণে তাকে এই পদে বসানো হয়েছে। তিনি এই কমিটিকে প্রত্যাখ্যান করে নওগাঁ জেলায় গণঅধিকার পরিষদকে অবাঞ্চিত ঘোষণা করেন।
পদত্যাগকারী নেতারা জানান, বর্তমান সংগঠনটি তার মূল লক্ষ্য ও উদ্দেশ্য থেকে সরে আসায় তারা নিজেদের আত্মমর্যাদা, রাজনৈতিক আদর্শ ও তৃণমূল কর্মীদের প্রতি দায়িত্ববোধ থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত থেকে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা