ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
প্রায় হাজার কোটি টাকার ক্ষতির মুখে আইপিএল ও ক্রিকেট বোর্ড
‘অনলাইন গেমিং বিল’ পাসের মাধ্যমে ভারতে ‘ড্রিম ১১’ সহ সব ধরনের অনলাইন জুয়া এবং ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দেশটির ক্রিকেট কাঠামো, বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় সরকার হারাতে পারে প্রায় ২০ হাজার কোটি টাকার রাজস্ব।
এই নতুন আইনের ফলে টাকার বিনিময়ে খেলা হয় এমন সব ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপ এবং তাদের প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় ক্রিকেট এবং আইপিএলের মূল স্পন্সরদের অধিকাংশই ছিল এই ধরনের গেমিং কোম্পানি। ফলে তাদের সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় বড় অংকের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
২০২৩ সালে ‘বাইজুস’-এর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের মূল স্পন্সর হয়েছিল ‘ড্রিম ১১’। ২০২৬ সাল পর্যন্ত তিন বছরের এই চুক্তির অর্থমূল্য ছিল ৩৫৮ কোটি টাকা।
জনপ্রিয় ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপ ‘মাই-১১ সার্কেল’ ছিল আইপিএলের প্রধান স্পন্সর। পাঁচ বছরের এই চুক্তির আওতায় তারা প্রতি বছর বোর্ডকে ১২৫ কোটি টাকা দিত, যার মোট অর্থমূল্য ছিল ৬২৫ কোটি টাকা।
এই দুটি চুক্তি বাতিল হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সরাসরি ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে ৯৮৩ কোটি টাকা। এছাড়া, বহু তারকা ক্রিকেটার, যারা এসব অ্যাপের প্রচার করতেন, তারাও ব্যক্তিগতভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।
কেন্দ্রীয় সরকারের ধারণা, এই অ্যাপগুলো তাদের লাভের একটি বড় অংশ সন্ত্রাসবাদে অর্থায়নসহ বিভিন্ন অনৈতিক কাজে ব্যবহার করে। এছাড়াও, এসব অ্যাপে অর্থ বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে। মূলত এই দুটি কারণেই কঠোর আইন করে অ্যাপগুলো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই অ্যাপগুলো থেকে ব্যবহারকারীদের আয়ের ওপর সরকার কর পেত। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় সরকারের প্রায় ২০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)