ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ইসি ও মার্কিন দূতাবাস

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৭ ১৯:৫৫:২৯
গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ইসি ও মার্কিন দূতাবাস

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর নির্বাচন কমিশনের সঙ্গে মার্কিন দূতাবাসের এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে, যা কূটনৈতিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত