ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
ডাকসু নিয়ে সুপ্রিম কোর্টে রিটের পর নতুন সিদ্ধান্ত ঢাবির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে চার শিক্ষার্থীর রিট আবেদনের পর নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়েবসাইটে প্রকাশিত ভোটার তালিকা আর সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে না। তবে সংশ্লিষ্ট হল ও দপ্তরগুলোর জন্য তালিকা দেখা যাবে।
গত রবিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া, অর্থনীতি বিভাগের রিদওয়ান মন্ডল রিফাত, অপরাধবিজ্ঞান বিভাগের তাসনিম জুমা এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবিকুন নাহার তামান্না সুপ্রিম কোর্টে রিট আবেদন করেন। রিটকারীদের মধ্যে তিনজন শিবির সমর্থিত প্যানেল থেকে প্রার্থী এবং রিদওয়ান মন্ডল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা হলেও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটে দাবি করা হয়, ভোটার তালিকা ওয়েবসাইটে থাকলেও তা নিয়ন্ত্রিত হতে হবে এবং সর্বসাধারণের প্রবেশাধিকারযোগ্য তালিকা থেকে নারী শিক্ষার্থীদের ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। সংবিধানের ৩১, ৩২ ও ৪৩ অনুচ্ছেদে বর্ণিত ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার অধিকার রক্ষার জন্য এ পদক্ষেপ প্রয়োজন বলে তারা আদালতে উল্লেখ করেন।
এ বিষয়ে রিটকারী শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, “আমরা চাইছিলাম ভোটার তালিকা ওয়েবসাইটে থাকুক তবে শুধু শিক্ষার্থীরা নিজস্ব তথ্য দিয়ে লগইন করে দেখতে পারবে। আর নারীদের ছবি রিমুভ করা হোক, কারণ পাবলিক এক্সেস থাকার কারণে অনেক হেনস্তার ঘটনা ঘটেছে। কিন্তু রিটের পর বিশ্ববিদ্যালয় তালিকাটাই পুরোপুরি গায়েব করে দিয়েছে যা আমাদের দাবি ছিল না। ভোটার তালিকা তো আমাদের অধিকার তাই চাই এটি নিয়ন্ত্রিতভাবে অ্যাক্সেসযোগ্য করা হোক।”
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ এক ফেসবুক পোস্টে জানান, রিট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের প্যানেলের আইন ও মানবাধিকার সম্পাদক পদপ্রার্থী সাখাওয়াত জাকারিয়া। তিনি লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে তথ্যগুলো পাবলিক করে দিয়েছিল তা শুধু নারীদের জন্য নয়, সব শিক্ষার্থীর জন্যই উদ্বেগের বিষয়। পর্দানশীন নারীদের ছবি নিয়ে বিভিন্ন ধরনের হয়রানির ঘটনা ঘটেছে। প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় আমরা আদালতের শরণাপন্ন হয়েছিলাম।”
এর আগে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটার তালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হলেও শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ আগস্ট থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে। কেবলমাত্র সংশ্লিষ্ট হল ও দপ্তরগুলোই তালিকা দেখতে পারবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা