ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
ডাকসু নিয়ে সুপ্রিম কোর্টে রিটের পর নতুন সিদ্ধান্ত ঢাবির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে চার শিক্ষার্থীর রিট আবেদনের পর নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়েবসাইটে প্রকাশিত ভোটার তালিকা আর সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে না। তবে সংশ্লিষ্ট হল ও দপ্তরগুলোর জন্য তালিকা দেখা যাবে।
গত রবিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া, অর্থনীতি বিভাগের রিদওয়ান মন্ডল রিফাত, অপরাধবিজ্ঞান বিভাগের তাসনিম জুমা এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবিকুন নাহার তামান্না সুপ্রিম কোর্টে রিট আবেদন করেন। রিটকারীদের মধ্যে তিনজন শিবির সমর্থিত প্যানেল থেকে প্রার্থী এবং রিদওয়ান মন্ডল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা হলেও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটে দাবি করা হয়, ভোটার তালিকা ওয়েবসাইটে থাকলেও তা নিয়ন্ত্রিত হতে হবে এবং সর্বসাধারণের প্রবেশাধিকারযোগ্য তালিকা থেকে নারী শিক্ষার্থীদের ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। সংবিধানের ৩১, ৩২ ও ৪৩ অনুচ্ছেদে বর্ণিত ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার অধিকার রক্ষার জন্য এ পদক্ষেপ প্রয়োজন বলে তারা আদালতে উল্লেখ করেন।
এ বিষয়ে রিটকারী শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, “আমরা চাইছিলাম ভোটার তালিকা ওয়েবসাইটে থাকুক তবে শুধু শিক্ষার্থীরা নিজস্ব তথ্য দিয়ে লগইন করে দেখতে পারবে। আর নারীদের ছবি রিমুভ করা হোক, কারণ পাবলিক এক্সেস থাকার কারণে অনেক হেনস্তার ঘটনা ঘটেছে। কিন্তু রিটের পর বিশ্ববিদ্যালয় তালিকাটাই পুরোপুরি গায়েব করে দিয়েছে যা আমাদের দাবি ছিল না। ভোটার তালিকা তো আমাদের অধিকার তাই চাই এটি নিয়ন্ত্রিতভাবে অ্যাক্সেসযোগ্য করা হোক।”
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ এক ফেসবুক পোস্টে জানান, রিট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের প্যানেলের আইন ও মানবাধিকার সম্পাদক পদপ্রার্থী সাখাওয়াত জাকারিয়া। তিনি লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে তথ্যগুলো পাবলিক করে দিয়েছিল তা শুধু নারীদের জন্য নয়, সব শিক্ষার্থীর জন্যই উদ্বেগের বিষয়। পর্দানশীন নারীদের ছবি নিয়ে বিভিন্ন ধরনের হয়রানির ঘটনা ঘটেছে। প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় আমরা আদালতের শরণাপন্ন হয়েছিলাম।”
এর আগে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটার তালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হলেও শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ আগস্ট থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে। কেবলমাত্র সংশ্লিষ্ট হল ও দপ্তরগুলোই তালিকা দেখতে পারবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- মিউচুয়াল ফান্ডে আসছে বড় সংস্কার, খসড়া বিধিমালা প্রকাশ