ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সাফ চ্যাম্পিয়নশিপে দাপুটে জয় পেলো বাংলাদেশের মেয়েরা

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ২৪ ২০:১৪:৪০
সাফ চ্যাম্পিয়নশিপে দাপুটে জয় পেলো বাংলাদেশের মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে ভারতের কাছে হারের ধাক্কা সামলে আজ (রোববার) নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে আলপি-সুরভীরা। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে জয়ের ভিত গড়ে ফেলে মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। ৪১ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে মামনি চাকমার বাড়ানো পাসে বল পেয়ে দর্শনীয় শটে দলকে এগিয়ে দেন থুইনুই মারমা। ঠিক বিরতির আগে, ৪৫ মিনিটে নেপালের গোলকিপার পোস্ট ছেড়ে বেরিয়ে এলে তাকে কাটিয়ে ফাঁকা পোস্টে বল জড়ান সুরভী আকন্দ প্রীতি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বদলি খেলোয়াড় রিয়া গোলকিপারকে কাটিয়ে দারুণ ফিনিশিংয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন।

পুরো ম্যাচেই বাংলাদেশ একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলে। বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট না হলে এবং ভাগ্য সহায় হলে জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট হওয়ার পর দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের তিনটি শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে, নেপাল ম্যাচে ফেরার মতো তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি।

এই জয়ের ফলে টুর্নামেন্টে শক্ত অবস্থানে ফিরল বাংলাদেশ। আগামী ২৭ আগস্ট বাংলাদেশ আবারও নেপালের মুখোমুখি হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত