ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন উপদেষ্টা ফারুকী

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ আগস্ট ২৩ ২২:৫৪:২৮
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন উপদেষ্টা ফারুকী

অ্যাপেনডিসাইটিসের সফল অস্ত্রোপচারের পর প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (২৩ আগস্ট) বিকেলে তিনি নিজ বাসভবনে ফেরেন।

বাবার ঘরে ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে তার শিশুকন্যা ইলহাম। ফারুকীর স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা-মেয়ের আবেগঘন পুনর্মিলনের একটি ভিডিও শেয়ার করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিশা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন।’

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ আগস্ট) সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে চার দিনের সফরে কক্সবাজারে গিয়েছিলেন ফারুকী। কিন্তু পরদিন শনিবার (১৬ আগস্ট) রাতে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।

ঢাকায় আনার পর চিকিৎসকরা জানান, তিনি অ্যাপেনডিসাইটিসে আক্রান্ত হয়েছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, পরদিন রোববার (১৭ আগস্ট) তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত