ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
ঢাবির ২ ইউনিটে ভর্তিতে ডাক পেলেন আড়াই শতাধিক অপেক্ষমাণ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শূন্য আসন পূরণের জন্য অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভাগ মনোনয়ন প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, আজ শুক্রবার (২২ আগস্ট) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তির কার্যক্রম সম্পন্ন হবে। এ দুই ইউনিটে মিলিয়ে আড়াই শতাধিক শিক্ষার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। একই সঙ্গে বিশেষ মাইগ্রেশনের দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ফলাফলও প্রকাশিত হয়েছে।
ওয়েবসাইটে জানানো হয়েছে, যাদের বিভাগ পরিবর্তন হয়েছে, তাদের অনলাইনে ৫০ টাকা মাইগ্রেশন ফি জমা দিয়ে পেমেন্ট স্লিপের কপি নিয়ে নতুন বিভাগে যোগাযোগ করতে হবে। অন্যদিকে নতুনভাবে বিভাগ মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের ভর্তি ফি অনলাইনে পরিশোধ করে মূল মার্কসিটসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট ইউনিটের বিজ্ঞপ্তি অনুযায়ী সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সাক্ষাৎকার আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধাপে ধাপে কলা অনুষদের ডিন অফিসে অনুষ্ঠিত হবে। এ ইউনিটে মানবিক বিভাগের ৯৫ জন, বিজ্ঞান বিভাগের ৫৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ২৮ জনসহ মোট ১৭৬ জন শিক্ষার্থীকে ডাকা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা ইতোমধ্যে পূর্বের সাক্ষাৎকারে অংশ নিয়েছেন বা যাদের কোনো বিভাগ মনোনয়ন হয়নি তাদের পুনরায় উপস্থিত হওয়ার প্রয়োজন নেই।
একই সময়ে ব্যবসায় শিক্ষা ইউনিটের সাক্ষাৎকার অনুষদ ভবনের ডিন অফিসে নেওয়া হবে। এখানে ব্যবসায় শিক্ষার ৮৭৭ থেকে ৯৬৭ মেধাক্রমধারী, বিজ্ঞানের ১৬৩, ১৬৪, ১৬৫ এবং মানবিক বিভাগের ৯০তম কোটাধারী শিক্ষার্থীদের ডাকা হয়েছে। উপস্থিত না হলে সংশ্লিষ্ট আসন খালি বলে গণ্য হবে এবং অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে।
অন্যদিকে বিজ্ঞান ইউনিটে বিভাগ মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র
ক. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।
খ. এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষার একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট।
গ. কেন্দ্রীয় ভর্তি অফিসের নির্দেশনা অনুযায়ী অনলাইনে জমা দেয়া ফি-এর রশিদ।
ঘ. অনলাইনে পূরণকৃত প্রার্থীর প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম ও শিক্ষার্থীর ভর্তিযোগ্য বিষয়সমূহের পছন্দক্রমের প্রিন্ট কপি (ফরমের নিচের অংশে প্রার্থীর মোবাইল নম্বর ও স্বাক্ষর দিতে হবে)।
প্রয়োজনীয় পরামর্শ:
সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহ ডিন অফিসে জমা রাখা হবে। এগুলো জমা দেওয়ার পূর্বে প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহের পর্যাপ্ত সংখ্যক (কমপক্ষে ২০ কপি) ফটোকপি করে নিজের কাছে রাখতে হবে, যা পরবর্তীতে ভর্তি সংক্রান্ত ও অন্যান্য বিভিন্ন কাজে প্রয়োজন হবে।
নতুন বিভাগ বা ইনস্টিটিউটে ক্লাস শুরু করবে এবং অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ফি-এর সংশোধিত পরিশোধের ডাউনলোডকৃত কপি নিয়ে এবং বিভাগ বা ইনস্টিটিউটের উন্নয়ন ফি সমন্বয় সাপেক্ষে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে বেশি টাকা লাগলে প্রদান করতে হবে; পূর্বেই বেশি টাকা দিলে তা পরিশোধযোগ্য নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি