ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২
ঢাবির ২ ইউনিটে ভর্তিতে ডাক পেলেন আড়াই শতাধিক অপেক্ষমাণ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শূন্য আসন পূরণের জন্য অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভাগ মনোনয়ন প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, আজ শুক্রবার (২২ আগস্ট) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তির কার্যক্রম সম্পন্ন হবে। এ দুই ইউনিটে মিলিয়ে আড়াই শতাধিক শিক্ষার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। একই সঙ্গে বিশেষ মাইগ্রেশনের দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ফলাফলও প্রকাশিত হয়েছে।
ওয়েবসাইটে জানানো হয়েছে, যাদের বিভাগ পরিবর্তন হয়েছে, তাদের অনলাইনে ৫০ টাকা মাইগ্রেশন ফি জমা দিয়ে পেমেন্ট স্লিপের কপি নিয়ে নতুন বিভাগে যোগাযোগ করতে হবে। অন্যদিকে নতুনভাবে বিভাগ মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের ভর্তি ফি অনলাইনে পরিশোধ করে মূল মার্কসিটসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট ইউনিটের বিজ্ঞপ্তি অনুযায়ী সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সাক্ষাৎকার আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধাপে ধাপে কলা অনুষদের ডিন অফিসে অনুষ্ঠিত হবে। এ ইউনিটে মানবিক বিভাগের ৯৫ জন, বিজ্ঞান বিভাগের ৫৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ২৮ জনসহ মোট ১৭৬ জন শিক্ষার্থীকে ডাকা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা ইতোমধ্যে পূর্বের সাক্ষাৎকারে অংশ নিয়েছেন বা যাদের কোনো বিভাগ মনোনয়ন হয়নি তাদের পুনরায় উপস্থিত হওয়ার প্রয়োজন নেই।
একই সময়ে ব্যবসায় শিক্ষা ইউনিটের সাক্ষাৎকার অনুষদ ভবনের ডিন অফিসে নেওয়া হবে। এখানে ব্যবসায় শিক্ষার ৮৭৭ থেকে ৯৬৭ মেধাক্রমধারী, বিজ্ঞানের ১৬৩, ১৬৪, ১৬৫ এবং মানবিক বিভাগের ৯০তম কোটাধারী শিক্ষার্থীদের ডাকা হয়েছে। উপস্থিত না হলে সংশ্লিষ্ট আসন খালি বলে গণ্য হবে এবং অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে।
অন্যদিকে বিজ্ঞান ইউনিটে বিভাগ মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র
ক. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।
খ. এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষার একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট।
গ. কেন্দ্রীয় ভর্তি অফিসের নির্দেশনা অনুযায়ী অনলাইনে জমা দেয়া ফি-এর রশিদ।
ঘ. অনলাইনে পূরণকৃত প্রার্থীর প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম ও শিক্ষার্থীর ভর্তিযোগ্য বিষয়সমূহের পছন্দক্রমের প্রিন্ট কপি (ফরমের নিচের অংশে প্রার্থীর মোবাইল নম্বর ও স্বাক্ষর দিতে হবে)।
প্রয়োজনীয় পরামর্শ:
সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহ ডিন অফিসে জমা রাখা হবে। এগুলো জমা দেওয়ার পূর্বে প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহের পর্যাপ্ত সংখ্যক (কমপক্ষে ২০ কপি) ফটোকপি করে নিজের কাছে রাখতে হবে, যা পরবর্তীতে ভর্তি সংক্রান্ত ও অন্যান্য বিভিন্ন কাজে প্রয়োজন হবে।
নতুন বিভাগ বা ইনস্টিটিউটে ক্লাস শুরু করবে এবং অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ফি-এর সংশোধিত পরিশোধের ডাউনলোডকৃত কপি নিয়ে এবং বিভাগ বা ইনস্টিটিউটের উন্নয়ন ফি সমন্বয় সাপেক্ষে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে বেশি টাকা লাগলে প্রদান করতে হবে; পূর্বেই বেশি টাকা দিলে তা পরিশোধযোগ্য নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ জানুয়ারি)
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল