ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

‘জুলাই রেভ্যুলেশন’ গেজেটের নির্দেশ

২০২৫ আগস্ট ২১ ১৬:৫১:২৫

‘জুলাই রেভ্যুলেশন’ গেজেটের নির্দেশ

২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনে হাইকোর্ট ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালত ‘জুলাই রেভ্যুলেশন-২০২৪’ নামে তিন মাসের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশও দিয়েছে। পাশাপাশি মামলাটিকে চলমান মামলা হিসেবে বিবেচনা করা হয়েছে।

রিটকারী আইনজীবী মো. তানভীর আহমেদ জানান, আদালত ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও ইতিহাস সংরক্ষণের স্বার্থে জাতিসংঘের প্রতিবেদন সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশে ঘটে যাওয়া সহিংস আন্দোলন ও সরকারি দমন-পীড়নের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য উঠে আসে। বিষয়টি নিয়ে গত বছরের ১৩ আগস্ট রিট করেন আইনজীবী তানভীর আহমেদ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত