ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

বঙ্গোপসাগরের পাশে ওড়িশা উপকূলে সফল পরীক্ষা চালালো ভারত

২০২৫ আগস্ট ২০ ২২:১৭:৪৭

বঙ্গোপসাগরের পাশে ওড়িশা উপকূলে সফল পরীক্ষা চালালো ভারত

ভারত বুধবার বঙ্গোপসাগরের ওড়িশা উপকূল থেকে পাঁচ হাজার কিলোমিটার পাল্লার অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) দ্বারা নির্মিত এই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। ওড়িশার চান্দিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে এই পরীক্ষা চালানো হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, "আজ ওড়িশার চান্দিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি-পাল্লার ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি-৫’ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এই সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মিসাইলটির সব কার্যক্ষম ও প্রযুক্তিগত মানদণ্ড সম্পূর্ণরূপে যাচাই করা গেছে।"

ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য:

পাল্লা: অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি পাঁচ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম।

পারমাণবিক সক্ষমতা: এটি ১.৫ টন পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে।

এমআইআরভি প্রযুক্তি: এই ক্ষেপণাস্ত্রটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল (এমআইআরভি) প্রযুক্তিতে সজ্জিত। এর ফলে একটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

নির্ভুলতা: নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানার জন্য এতে রিং লেজার জাইরোস্কোপ-ভিত্তিক ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম (আরএলজি-আইএনএস) এবং একটি মাইক্রো-ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম (এমআইএনজিএস) ব্যবহার করা হয়েছে। ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম 'ন্যাভিক' এবং আমেরিকার জিপিএস দ্বারা এর ক্ষমতা আরও বাড়ানো হয়েছে।

উৎক্ষেপণ ব্যবস্থা: ক্ষেপণাস্ত্রটি তিন ধাপের কঠিন জ্বালানিতে চলে এবং এটি একটি ক্যানিস্টারাইজড প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা হয়, যা দ্রুত মোতায়েন এবং সহজ পরিবহনের সুবিধা দেয়।

এই সফল পরীক্ষা ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটি দেশের "বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ" নীতিকে শক্তিশালী করবে বলে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত