ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

এনটি স্ট্রাইককে ২২ রানে হারালো বাংলাদেশ 'এ' দল

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ১৯ ১৯:০০:৩২
এনটি স্ট্রাইককে ২২ রানে হারালো বাংলাদেশ 'এ' দল

অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে নর্দার্ন টেরিটরি (এনটি) স্ট্রাইককে ২২ রানের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথমে ব্যাট করে নাঈম শেখ, নুরুল হাসান সোহান ও আফিফ হোসেনের ব্যাটে ভর করে ৪ উইকেটে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানেই থেমে যায় এনটি স্ট্রাইকের ইনিংস।

মঙ্গলবার (১৯ আগস্ট) মারারা ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার নাঈম শেখ ও জিসান আলম। মাত্র ৩.৩ ওভারেই তারা ৫৫ রানের জুটি গড়েন। নাঈম ১১ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। এরপর জিসান ২৩ বলে ৩০ রান করে ফিরে গেলে রানের গতি কিছুটা কমে আসে। সাইফ হাসান ১০ বলে মাত্র ৩ রান করে আউট হন।

এরপর দলের হাল ধরেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন। সোহান ২৩ বলে ৩৫ রানের একটি কার্যকর ইনিংস খেলেন। অন্যদিকে, আফিফ হোসেন ধীরগতিতে শুরু করলেও শেষ পর্যন্ত ৪০ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে ইয়াসির আলীর ১৩ বলে ২২ রানের ক্যামিও ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১৭২ রানে পৌঁছায়।

১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে এনটি স্ট্রাইক। মাত্র ২৪ রানের মধ্যেই টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। রিপন মন্ডল, হাসান মাহমুদ ও তোফায়েল আহমেদের বোলিংয়ে দুই ওপেনারসহ স্যাম এল্ডার দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন।

এরপর কনর ক্যারল (৩০ বলে ৪৩) ও জর্ডান সিল্ক (৪১ বলে ৪৮) জুটি গড়ে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে দলীয় ১০৫ রানের মাথায় এই জুটি ভাঙেন স্পিনার রাকিবুল হাসান। ক্যারল ও সিল্ক দুজনকেই ফিরিয়ে ম্যাচে বাংলাদেশকে চালকের আসনে বসান রাকিবুল। এরপর আর কোনো ব্যাটার প্রতিরোধ গড়তে না পারায় ১৫০ রানেই থেমে যায় এনটি স্ট্রাইকের ইনিংস।

বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ এবং হাসান মাহমুদ প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত