ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

মেসি-রোনালদোকে ছাড়িয়ে গেলেন সন হিউং-মিন

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ১৫ ১৫:০৫:৫৪
মেসি-রোনালদোকে ছাড়িয়ে গেলেন সন হিউং-মিন

বিশ্ব ফুটবলকে অবাক করে দিয়ে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকাদের পেছনে ফেলেছেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার সন হিউং-মিন। মেজর লিগ সকারে (এমএলএস) যোগদানের মাত্র কয়েকদিনের মধ্যেই তার লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি) ক্লাবের ৭ নম্বর জার্সিটি বিশ্বের সর্বোচ্চ বিক্রিত খেলোয়াড়ের জার্সি হিসেবে রেকর্ড গড়েছে।

এলএএফসি-এর সহ-সভাপতি ও জেনারেল ম্যানেজার জন থরিংটন এই তথ্য নিশ্চিত করে বলেছেন, "এটি কেবল এমএলএস-এর ইতিহাসে সর্বোচ্চ বিক্রি হওয়া জার্সিই নয়, বর্তমানে বিশ্বের সব ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জার্সি।" তিনি আরও জানান, জার্সি বিক্রির দৌড়ে সন এই মুহূর্তে মেসি, রোনালদো এমনকি বাস্কেটবল তারকা লেব্রন জেমস এবং স্টিফেন কারির চেয়েও অনেক এগিয়ে আছেন।

উল্লেখ্য, টটেনহ্যাম হটস্পারে এক দশক কাটানোর পর সন হিউং-মিন ৭ আগস্ট এমএলএস-এর ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দেন। ক্লাবটি প্রায় ১৯.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে, যা এমএলএস-এর ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। তার আগমনে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে এবং ক্লাবের জার্সি বিক্রি ও টিকিটের চাহিদা নাটকীয়ভাবে বেড়ে গেছে।

সনের ৭ নম্বর জার্সিটির দাম রাখা হয়েছে ১৯৫ ডলার। বিপুল চাহিদার কারণে জার্সি ডেলিভারিতেও বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত