ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
শিক্ষা ক্যাডারে অযৌক্তিক অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা পিএসসির সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার (১৩ আগস্ট) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। তাদের অভিযোগ, বিসিএস শিক্ষা ক্যাডারের ম্যানেজমেন্ট শাখায় অন্য বিভাগের অযৌক্তিক অন্তর্ভুক্তি করা বিভাগের স্বকীয়তা ও দীর্ঘদিনের প্রথাকে ক্ষতিগ্রস্ত করছে।
বেলা ১১টায় বিজনেস ফ্যাকাল্টি থেকে মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন। এ সময় তারা স্লোগান দেন—‘বিভাগ যার, ক্যাডার তার’, ‘স্বতন্ত্র শিক্ষা ক্যাডার, আমাদের অধিকার’, ‘পিএসসির প্রহসন মানি না’সহ বিভিন্ন দাবিতে।
২৭তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল্লাহ বলেন, শুরু থেকেই ম্যানেজমেন্ট বিভাগে স্বতন্ত্র শিক্ষা ক্যাডার চালু আছে। একজন শিক্ষার্থী ব্যবস্থাপনা বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান নিয়েই স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন যা অন্য বিভাগের শিক্ষার্থীরা দিতে পারবে না। অথচ পিএসসি কোনো আলোচনা ছাড়াই একতরফা সিদ্ধান্ত নিয়েছে। তিনি দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করে বিভাগের স্বতন্ত্র ক্যাডার পুনর্বহালের দাবি জানান।
২৯তম ব্যাচের শিক্ষার্থী আফসানা শারমীন আঁখি বলেন, অনেক শিক্ষার্থী এই জেনে ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হয় যে এখানে শিক্ষা ক্যাডারের সুযোগ আছে। অথচ পিএসসির এ সিদ্ধান্ত সেই প্রত্যাশাকে ভেঙে দিয়েছে। এটি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি বৈষম্যমূলক আচরণ।
সহযোগী অধ্যাপক তাহমিনা খানম বলেন, বিজনেস ফ্যাকাল্টি ৫৪ বছর আগে ম্যানেজমেন্ট ও হিসাববিজ্ঞান দিয়ে যাত্রা শুরু করে। সময়ের প্রয়োজনে নতুন বিষয় যুক্ত হলেও তা ম্যানেজমেন্টের মৌলিকতা কমিয়ে দেয় না। কিন্তু পিএসসি কোনো স্টেকহোল্ডারের সঙ্গে কথা না বলেই সিদ্ধান্ত নিয়েছে। তিনি প্রশ্ন তোলেন এ সিদ্ধান্তের ভিত্তি কী এবং কেন তারা জবাবদিহি করবে না।
সহযোগী অধ্যাপক ড. কাজী মইনুদ্দিন মাহমুদ মনে করেন, এক সপ্তাহের ব্যবধানে নোটিশ পরিবর্তনের পেছনে বিশেষ স্বার্থ জড়িত থাকতে পারে। তিনি সতর্ক করে বলেন, যদি প্রশাসন দ্রুত এই সমস্যা সমাধান না করে তাহলে শিক্ষক-শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন। তার মতে, এটি শুধু ঢাবি নয়, দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের দাবি। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে হবে।
এর আগে সোমবার (১১ আগষ্ট) পিএসসি ঘোষিত নীতিমালা অনুযায়ী বিসিএসের শিক্ষা ক্যাডারে স্বতন্ত্র বিভাগের সাথে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষার্থীরাও।
সেদিন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেছিলেন, ২০২৪ সালে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু এর এক বছর পরে আমাদের আবার বৈষম্যের স্বীকার হতে হচ্ছে। যে যুক্তিতে বাংলার সাথে ভাষাবিজ্ঞান যুক্ত হচ্ছে, একই যুক্তিতে তো আমরা দর্শন, সমাজবিজ্ঞানের সাথে অন্তর্ভুক্ত হতে পারি। আমরাও তো ওসব কোর্স পড়েছি। তাই আমরা বলতে পারি এ যুক্তি একেবারেই অবান্তর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত