ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

‘ঢাবিতে যারা ছাত্রলীগ করত, তারা এখন কোথায়?’

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ০৯ ১৪:৪২:৩৪
‘ঢাবিতে যারা ছাত্রলীগ করত, তারা এখন কোথায়?’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে চলমান ছাত্র রাজনীতি ইস্যুতে তীব্র সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার (৯ আগস্ট) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, “ঢাবিতে যারা ছাত্রলীগ করত, তারা এখন কোথায়?” তিনি আরও লিখেন, “রাজনীতির গুণগত পরিবর্তন ও ছাত্র রাজনীতির কাঠামোগত সংস্কারের দাবি না তুলে যারা শুধু অশোভন স্লোগান দিচ্ছে তারা কি সত্যিই সাধারণ শিক্ষার্থী?”

তিনি বলেন, ‘আমি নিজেও সাধারণ শিক্ষার্থী ছিলাম, তাদের আচরণ আমি ভালো বুঝি। এসব স্লোগান পরিকল্পিত উসকানি ছাড়া কিছু নয়। কোনো সাধারণ শিক্ষার্থীর মুখ থেকে এমন অশ্লীল কথা বের হওয়া সম্ভব নয়।’

অন্যদিকে ঢাবির আবাসিক হলে বামপন্থি ছাত্রসংগঠন ব্যতীত অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আবেদন জানিয়েছেন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্যসচিব উমামা ফাতেমা। শুক্রবার (৯ আগস্ট) তিনি কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ বরাবর আবেদনপত্র জমা দেন যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

আবেদনে উমামা ফাতেমা উল্লেখ করেন, গত বছরের ১৭ জুলাই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে প্রশাসনের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল যে কবি সুফিয়া কামাল হলে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে। যদিও গত এক বছরে এই সিদ্ধান্ত কার্যকর ছিল তবুও কিছু সংগঠন গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাত সদস্যের হল কমিটি ঘোষণার ঘটনাকে তিনি চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।

উমামা বলেন, ‘আমরা মনে করি এসব কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল।’

দরখাস্তে চারটি সংগঠনের নাম উল্লেখ করে তাদের কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়েছে তবে বামপন্থি সংগঠনগুলো সম্পর্কে কোনো মন্তব্য করেননি উমামা। যদিও সেসব সংগঠনের শিক্ষার্থীরাও হলে অবস্থান করছেন এবং তাদের কমিটিও রয়েছে।

এর আগে উমামা ফাতেমা এক ফেসবুক স্ট্যাটাসে ছাত্রদলের কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সেটি দ্রুত স্থগিত করার আলটিমেটাম দেন।

এদিকে শুক্রবার রাতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাবির হলগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার রাত সাড়ে ১২টার দিকে রোকেয়া হলের শিক্ষার্থীরা তালা ভেঙে বিক্ষোভ মিছিল বের করেন যা দ্রুত অন্যান্য হলেও ছড়িয়ে পড়ে। পরে কয়েক হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে সমবেত হন।

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানান, ২০২৪ সালের ১৭ জুলাই প্রভোস্ট কমিটির নেওয়া হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত সিদ্ধান্ত বহাল থাকবে এবং তা নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত