ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

ঢাবির হলে পানির ফিল্টার ভাঙচুর, ভেন্ডিং মেশিনে জুতা নিক্ষেপ

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ০৯ ১১:২৬:০৮
ঢাবির হলে পানির ফিল্টার ভাঙচুর, ভেন্ডিং মেশিনে জুতা নিক্ষেপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্থাপন করা পানির ফিল্টার ভাঙচুর করা হয়েছে। একই রাতে রোকেয়া হলে শিবিরের ফিল্টার ভাঙার পাশাপাশি ছাত্র অধিকার পরিষদের স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিনে জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়া ছাত্রদলের দেয়া ডাস্টবিনসহ সকল সংগঠনের সামগ্রী বয়কটের ঘোষণা দেন হলের শিক্ষার্থীরা।

এ ঘটনা ঘটে শুক্রবার (৮ আগস্ট) রাতে।

ঢাবির ১৮ হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর এ ঘটনা ঘটে। এর পর ওই হলের শিক্ষার্থীরা রাজনীতি নিষিদ্ধ থাকার পরও হল রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের সময় একদল শিক্ষার্থী শিবিরের ফিল্টার ভাঙা এবং বাকি সংগঠনের সামগ্রী বয়কট করার সিদ্ধান্ত নেয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত