ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি : অর্জন ও চ্যালেঞ্জ
শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আজ তাদের এক বছর পূর্ণ করল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটে। সেই অভ্যুত্থানের তিনদিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।
অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ‘জুলাইয়ের শহীদদের’ স্বপ্ন বাস্তবায়নে তারা নানামুখী সংস্কার উদ্যোগ নেয়। নির্বাচনী ব্যবস্থা, শাসনপ্রক্রিয়া, গণমাধ্যম স্বাধীনতা, অর্থনীতি, বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা, দুর্নীতিবিরোধী কার্যক্রম এবং অভ্যুত্থনের শহীদদের বিচারের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় দিবসে সরকার ‘গণঅভ্যুত্থান দিবস’ পালন করে এবং জাতির উদ্দেশ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করে। এতে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো ও নীতির রূপরেখা তুলে ধরা হয়।
এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের ভিত্তিতে গঠিত ‘জাতীয় ঐকমত্য কমিশন’ বর্তমানে ‘জুলাই সনদ’-এর খসড়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার এক ভাষণে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে যাতে তা রমজানের আগেই সম্পন্ন হয়। এ বিষয়ে ৬ আগস্ট নির্বাচন কমিশনে চিঠিও পাঠানো হয়েছে যা কমিশনের কাছে সরকারের আনুষ্ঠানিক অনুরোধ হিসেবে বিবেচিত হয়েছে।
৭ আগস্ট নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁওয়ে এক বৈঠকে বসে। বৈঠক শেষে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এক বছরে সরকার ৯টি বড় সংস্কার কমিশন গঠন করেছে- নির্বাচনী ব্যবস্থা, পুলিশ, বিচারব্যবস্থা, দুর্নীতি দমন, জনপ্রশাসন, স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার এবং নারী বিষয়ক সংস্কার কমিশন। কমিশনগুলো তাদের সুপারিশমালা জমা দিয়েছে এবং বহু ক্ষেত্রে বাস্তবায়ন শুরু হয়েছে।
অর্থনৈতিক অগ্রগতির দিকেও ইতিবাচক চিত্র দেখা যাচ্ছে। জুন মাসে সামগ্রিক মূল্যস্ফীতি কমে ৮.৪৮ শতাংশে নেমেছে যা ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। ডিসেম্বরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যের কথাও জানিয়েছেন ড. ইউনূস।
তিনি বলেন, ভয়াবহ বন্যা ও সরবরাহ-সঙ্কটের মধ্যেও বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে সঠিক মনিটরিংয়ের মাধ্যমে। রমজান থেকেই বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে।
প্রবাসীদের আস্থায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও স্থিতিশীল রয়েছে। গত অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে রেকর্ড ৩০৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে যা রপ্তানি আয়কে প্রায় ৯ শতাংশ বাড়িয়েছে এবং টাকার মান শক্তিশালী করেছে। বহু বছর পর ডলারের বিপরীতে টাকার মান বাড়ছে বলেও জানান তিনি।
সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো গত ১১ মাসে বৈদেশিক ঋণদাতাদের কাছে ৪ বিলিয়ন ডলার সুদ ও মূলধন পরিশোধের পরও রিজার্ভ বেড়েছে যা দেশের ইতিহাসে একটি নতুন রেকর্ড।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, বিপর্যস্ত অর্থনীতির পুনরুদ্ধার, যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল শুল্ক আলোচনা এবং ঐতিহাসিক জুলাই সনদ চূড়ান্ত করাসহ ১২টি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে শাসন ব্যবস্থায় কার্যকর সংস্কারের দাবি সব মহল থেকেই উঠেছিল। তবে সংশ্লিষ্টদের মতে, এখনো প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের সহযোগীরা সক্রিয় রয়ে গেছে। স্বাস্থ্য খাতে কিছু সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হলেও শিক্ষা খাতে সরকার কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। প্রাথমিক শিক্ষার জন্য একটি কমিটি গঠিত হলেও উচ্চশিক্ষা নিয়ে ছিল না কোনো সুস্পষ্ট পরিকল্পনা। সংশ্লিষ্টরা মনে করেন এই পুরোনো ও অপ্রাসঙ্গিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে না আসলে টেকসই উন্নয়ন অসম্ভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড