ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি : অর্জন ও চ্যালেঞ্জ

শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আজ তাদের এক বছর পূর্ণ করল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটে। সেই অভ্যুত্থানের তিনদিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।
অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ‘জুলাইয়ের শহীদদের’ স্বপ্ন বাস্তবায়নে তারা নানামুখী সংস্কার উদ্যোগ নেয়। নির্বাচনী ব্যবস্থা, শাসনপ্রক্রিয়া, গণমাধ্যম স্বাধীনতা, অর্থনীতি, বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা, দুর্নীতিবিরোধী কার্যক্রম এবং অভ্যুত্থনের শহীদদের বিচারের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় দিবসে সরকার ‘গণঅভ্যুত্থান দিবস’ পালন করে এবং জাতির উদ্দেশ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করে। এতে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো ও নীতির রূপরেখা তুলে ধরা হয়।
এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের ভিত্তিতে গঠিত ‘জাতীয় ঐকমত্য কমিশন’ বর্তমানে ‘জুলাই সনদ’-এর খসড়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার এক ভাষণে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে যাতে তা রমজানের আগেই সম্পন্ন হয়। এ বিষয়ে ৬ আগস্ট নির্বাচন কমিশনে চিঠিও পাঠানো হয়েছে যা কমিশনের কাছে সরকারের আনুষ্ঠানিক অনুরোধ হিসেবে বিবেচিত হয়েছে।
৭ আগস্ট নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁওয়ে এক বৈঠকে বসে। বৈঠক শেষে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এক বছরে সরকার ৯টি বড় সংস্কার কমিশন গঠন করেছে- নির্বাচনী ব্যবস্থা, পুলিশ, বিচারব্যবস্থা, দুর্নীতি দমন, জনপ্রশাসন, স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার এবং নারী বিষয়ক সংস্কার কমিশন। কমিশনগুলো তাদের সুপারিশমালা জমা দিয়েছে এবং বহু ক্ষেত্রে বাস্তবায়ন শুরু হয়েছে।
অর্থনৈতিক অগ্রগতির দিকেও ইতিবাচক চিত্র দেখা যাচ্ছে। জুন মাসে সামগ্রিক মূল্যস্ফীতি কমে ৮.৪৮ শতাংশে নেমেছে যা ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। ডিসেম্বরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যের কথাও জানিয়েছেন ড. ইউনূস।
তিনি বলেন, ভয়াবহ বন্যা ও সরবরাহ-সঙ্কটের মধ্যেও বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে সঠিক মনিটরিংয়ের মাধ্যমে। রমজান থেকেই বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে।
প্রবাসীদের আস্থায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও স্থিতিশীল রয়েছে। গত অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে রেকর্ড ৩০৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে যা রপ্তানি আয়কে প্রায় ৯ শতাংশ বাড়িয়েছে এবং টাকার মান শক্তিশালী করেছে। বহু বছর পর ডলারের বিপরীতে টাকার মান বাড়ছে বলেও জানান তিনি।
সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো গত ১১ মাসে বৈদেশিক ঋণদাতাদের কাছে ৪ বিলিয়ন ডলার সুদ ও মূলধন পরিশোধের পরও রিজার্ভ বেড়েছে যা দেশের ইতিহাসে একটি নতুন রেকর্ড।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, বিপর্যস্ত অর্থনীতির পুনরুদ্ধার, যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল শুল্ক আলোচনা এবং ঐতিহাসিক জুলাই সনদ চূড়ান্ত করাসহ ১২টি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে শাসন ব্যবস্থায় কার্যকর সংস্কারের দাবি সব মহল থেকেই উঠেছিল। তবে সংশ্লিষ্টদের মতে, এখনো প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের সহযোগীরা সক্রিয় রয়ে গেছে। স্বাস্থ্য খাতে কিছু সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হলেও শিক্ষা খাতে সরকার কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। প্রাথমিক শিক্ষার জন্য একটি কমিটি গঠিত হলেও উচ্চশিক্ষা নিয়ে ছিল না কোনো সুস্পষ্ট পরিকল্পনা। সংশ্লিষ্টরা মনে করেন এই পুরোনো ও অপ্রাসঙ্গিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে না আসলে টেকসই উন্নয়ন অসম্ভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস