ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
বৈষম্যবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ঢাবিতে আলোচনা সভা

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে ২৮ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ আলোচনা সভা সঞ্চালন করেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদদের রূহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য মোনাজাত করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, অনেক মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের ঋণ ও অবদান স্মরণে রেখে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। এখনও গুরুতর আহত অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সহযোগিতায় সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গণঅভ্যুত্থানকে উপজীব্য করে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথ গবেষণামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে। গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আইনগত দিক খতিয়ে দেখা এবং এ বিষয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলকে সহযোগিতা করতে বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াংকা গোপের তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।
মনির/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ২৬ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা