ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

‘বিমান বিধ্বস্ত ভবনে উপস্থিত ছিল ৫৯০ জন শিক্ষার্থী’

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৮ ২৩:০১:৫৭
‘বিমান বিধ্বস্ত ভবনে উপস্থিত ছিল ৫৯০ জন শিক্ষার্থী’

দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ জাহাঙ্গীর খাঁন জানিয়েছেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের সময় ভবনটিতে প্রায় ৫৯০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ এয়ার স্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অধ্যক্ষ জাহাঙ্গীর খাঁন বলেন, প্রতিদিন গড়ে ৮০-৮২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত থাকে। সেই হিসাবে সেদিন ভবনে প্রায় ৫৯০ জন শিক্ষার্থী ছিল।

এক প্রশ্নের উত্তরে অধ্যক্ষ বলেন, দুর্ঘটনার পর আমাদের প্রথম দায়িত্ব ছিল শিক্ষার্থীদের নিরাপদে থাকা নিশ্চিত করা এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা। তখন সিসি ক্যামেরার ফুটেজ দেখা বা বিশ্লেষণের সুযোগ ছিল না, সেটি আমাদের জন্য তাৎক্ষণিক অগ্রাধিকার ছিল না।

তিনি আরও বলেন, ভবনটিতে মোট ৭৩৮ জন শিক্ষার্থীর যাতায়াত রয়েছে। আমাদের প্রধান লক্ষ্য ছিল প্রত্যেক অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যে কেউ নিখোঁজ আছে কি না।

ভবনে গ্রিল থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ওখানে ছোট শিশুদের ক্লাস হয়, তাই নিরাপত্তার জন্য গ্রিল দেওয়া হয়েছে।

ভবনটি নিয়ম মেনে নির্মাণ করা হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, মাইলস্টোন একা কোনো ব্যতিক্রম হিসেবে গড়ে ওঠেনি। এলাকাটিতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ভবনটি রাজউক ও বেবিচকের অনুমোদন নিয়েই নির্মিত হয়েছে।

অধ্যক্ষ আরও বলেন, এলাকায় আমাদের ভবনের চেয়ে উচ্চতর অনেক ভবন রয়েছে, এমনকি মেট্রোরেলের নির্মাণাধীন ভবনও আমাদের চেয়ে উঁচু। পুরো এলাকাই হাইরাইজ ভবনে ঘেরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত