ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

শেয়ারবাজারে সরকারি কোম্পানি আনতে জ্বালানি উপদেষ্টার সঙ্গে বৈঠক

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ জুলাই ২২ ১৮:৩২:১৪
শেয়ারবাজারে সরকারি কোম্পানি আনতে জ্বালানি উপদেষ্টার সঙ্গে বৈঠক

দেশের শেয়ারবাজারকে আরও গতিশীল, শক্তিশালী ও বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় করে তুলতে ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে সরকারি লাভজনক ও ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর শীর্ষ নেতৃবৃন্দ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল খান-এর সাথে রেল ভবনে এই ফলপ্রসূ বৈঠকে মিলিত হন।

বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল সরকারি কোম্পানিগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে শেয়ারবাজারে নিয়ে আসা। এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম এবং বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনার মুঃ মোহসিন চৌধুরী।

বিএসইসি দৃঢ়ভাবে বিশ্বাস করে, দেশের শেয়ারবাজারে ভালো মৌলভিত্তি সম্পন্ন এবং লাভজনক কোম্পানিগুলোর তালিকাভুক্তি বাজারের গভীরতা বাড়াতে এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে একটি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করবে। এই লক্ষ্যেই বিএসইসি দীর্ঘদিন ধরে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের লাভজনক ও শক্তিশালী কোম্পানিগুলোর শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির পথকে সুগম করতে প্রয়োজনীয় কৌশল এবং করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটি শুধুমাত্র এই খাতগুলোর জন্য নয়, বরং সামগ্রিক অর্থনীতির জন্যও একটি ইতিবাচক সংকেত বহন করছে খাতসংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এই উদ্যোগের পেছনের মূল প্রেরণা এসেছে গত ১১ মে যমুনায় অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের বৈঠক থেকে। সেই বৈঠকে প্রধান উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে শেয়ারবাজারের সঠিক অবস্থা পর্যালোচনা এবং এর উন্নয়নে করণীয় বিষয়গুলো নিয়ে গভীর আলোচনা হয়েছিল। ওই বৈঠকে বিএসইসির চেয়ারম্যান, অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেই আলোচনা থেকেই প্রধান উপদেষ্টা শেয়ারবাজারের উন্নয়নের বিষয়ে সুনির্দিষ্ট কিছু নির্দেশনা প্রদান করেন।

প্রধান উপদেষ্টার নির্দেশনার অনুসারেই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দ্রুততার সাথে শেয়ারবাজারের উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। নির্দেশনাগুলো বাস্তবায়নে ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে কাজ শুরু হয়েছে। আজকের এই বৈঠক সেই সমন্বিত প্রচেষ্টারই একটি অংশ, যা দেশের শেয়ারবাজারকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এবং অর্থনীতিতে আরও শক্তিশালী অবদান রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত