ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২২ ১৮:২৬:১৬
বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহতের মর্মান্তিক ঘটনার পর এবার দেশের সব জনবহুল এলাকার ওপর দিয়ে ত্রুটিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এই বিষয়টিকেই রিটের অন্যতম প্রধান দাবি হিসেবে তুলে ধরা হয়েছে, যা নাগরিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ থেকে উৎসারিত।

মঙ্গলবার (২২ জুলাই) বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস জনস্বার্থে এই রিট আবেদনটি করেন। আবেদনে ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় রোধে জনবহুল এলাকার আকাশসীমাকে ঝুঁকিপূর্ণ বিমান থেকে সুরক্ষিত রাখার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে বলা হয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকা, বিশেষ করে রাজধানী ঢাকার আকাশে ত্রুটিপূর্ণ বিমান বা যুদ্ধবিমানের মহড়া ও চলাচল সাধারণ মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। উত্তরার দুর্ঘটনাটি এই আশঙ্কারই ভয়াবহ প্রতিফলন। তাই, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে এই নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।

রিট আবেদনে জনবহুল এলাকায় বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞার পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, বিমানবাহিনীর অধীনে থাকা ত্রুটিপূর্ণ বিমানের সঠিক সংখ্যা এবং সেগুলোর রক্ষণাবেক্ষণের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন তলব।

এছাড়া, দুর্ঘটনায় নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান এবং আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করার জন্যও আবেদন জানানো হয়েছে।

এই রিট আবেদনটি নিছক ক্ষতিপূরণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের বিমান চলাচল ব্যবস্থাপনার নিরাপত্তা এবং নাগরিক সুরক্ষার একটি মৌলিক প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। জনবহুল এলাকার ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ বিমানের উড্ডয়ন বন্ধের দাবিটি এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, যা নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি অপরিহার্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত