ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহতের মর্মান্তিক ঘটনার পর এবার দেশের সব জনবহুল এলাকার ওপর দিয়ে ত্রুটিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এই বিষয়টিকেই রিটের অন্যতম প্রধান দাবি হিসেবে তুলে ধরা হয়েছে, যা নাগরিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ থেকে উৎসারিত।
মঙ্গলবার (২২ জুলাই) বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস জনস্বার্থে এই রিট আবেদনটি করেন। আবেদনে ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় রোধে জনবহুল এলাকার আকাশসীমাকে ঝুঁকিপূর্ণ বিমান থেকে সুরক্ষিত রাখার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে বলা হয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকা, বিশেষ করে রাজধানী ঢাকার আকাশে ত্রুটিপূর্ণ বিমান বা যুদ্ধবিমানের মহড়া ও চলাচল সাধারণ মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। উত্তরার দুর্ঘটনাটি এই আশঙ্কারই ভয়াবহ প্রতিফলন। তাই, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে এই নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।
রিট আবেদনে জনবহুল এলাকায় বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞার পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, বিমানবাহিনীর অধীনে থাকা ত্রুটিপূর্ণ বিমানের সঠিক সংখ্যা এবং সেগুলোর রক্ষণাবেক্ষণের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন তলব।
এছাড়া, দুর্ঘটনায় নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান এবং আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করার জন্যও আবেদন জানানো হয়েছে।
এই রিট আবেদনটি নিছক ক্ষতিপূরণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের বিমান চলাচল ব্যবস্থাপনার নিরাপত্তা এবং নাগরিক সুরক্ষার একটি মৌলিক প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। জনবহুল এলাকার ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ বিমানের উড্ডয়ন বন্ধের দাবিটি এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, যা নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি অপরিহার্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর