ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

চীনের কাছে ট্রাম্পের ‘আত্মসমর্পণ’!

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ০৩ ২০:১৫:০৬
চীনের কাছে ট্রাম্পের ‘আত্মসমর্পণ’!

বহু বছর ধরে চলা বাণিজ্যিক বিরোধ ও প্রযুক্তি নিয়ন্ত্রণের দ্বন্দ্বের অবসান ঘটাতে চীনের প্রতি নরম সুরে ফিরছে যুক্তরাষ্ট্র। চিপ ডিজাইন সফটওয়্যার এবং ইথেন রপ্তানিতে আরোপিত কড়া নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে, এতে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পাশাপাশি বিশ্ববাজারে স্বস্তি ফিরবে।

বুধবার (২ জুলাই) যুক্তরাষ্ট্র সরকার চীনের ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ) সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ওপর থাকা রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করে। একইসঙ্গে ইথেন রপ্তানির ওপর থাকা নিয়ন্ত্রণও তুলে নেওয়া হয়।

বিশ্বের শীর্ষ ইডিএ সফটওয়্যার নির্মাতা সাইনোপসিস, ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস এবং সিমেন্স ইতোমধ্যে ঘোষণা দিয়েছে তারা চীনা গ্রাহকদের জন্য পুনরায় সফটওয়্যার সরবরাহ ও সেবা চালু করছে। সিমেন্স জানিয়েছে, মার্কিন বাণিজ্য বিভাগ তাদের জানিয়েছে—চীনের জন্য এখন আর রপ্তানি নিষেধাজ্ঞা নেই। এতে কোম্পানির শেয়ারবাজারে মূল্য ১.৭ শতাংশ বেড়ে যায়।

সাইনোপসিসও জানিয়েছে, তারা তিন কার্যদিবসের মধ্যে চীনা গ্রাহকদের জন্য সাপোর্ট পুনরায় চালু করবে।

চীনের চিপ ডিজাইন শিল্পে এই তিন কোম্পানির বাজার শেয়ার ৭০ শতাংশের বেশি। তাই সফটওয়্যার পুনরায় সরবরাহ শুরুর সিদ্ধান্ত প্রযুক্তি শিল্পে বড় ধরনের প্রভাব ফেলবে।

অন্যদিকে, ইথেন একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান, যা প্লাস্টিক, সিন্থেটিক তেল ও শিল্পপণ্য তৈরিতে ব্যবহৃত হয়। চীনের বিশাল শিল্প খাতের জন্য এটি অপরিহার্য কাঁচামাল।

এই নিষেধাজ্ঞাগুলোর উৎপত্তি ছিল ট্রাম্প প্রশাসনের সময়ে। চীন যখন বিরল ধাতু ও চুম্বক রপ্তানি সীমিত করে, তখন পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞাগুলো আরোপ করে। ফলে গাড়ি শিল্প, বিমান নির্মাণ, সেমিকন্ডাক্টর ও সামরিক সরঞ্জাম উৎপাদনে বিশাল ব্যাঘাত ঘটে।

তবে দুই দেশের আলোচনার মাধ্যমে সম্প্রতি একটি সমঝোতার কাঠামো তৈরি হয়েছে বলে জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এতে চীনও নিয়ন্ত্রিত পণ্যের রপ্তানি আবেদন পুনর্বিবেচনা করবে এবং যুক্তরাষ্ট্র পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা শিথিল করবে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ বাণিজ্য উত্তেজনা প্রশমনে কার্যকর ভূমিকা রাখবে এবং বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতার বার্তা দেবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত