ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

আমি আজীবন সৌদিতেই থাকতে চাই : রোনালদো

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুলাই ০১ ১৬:৩৭:০৪
আমি আজীবন সৌদিতেই থাকতে চাই : রোনালদো

আন্তর্জাতিক ফুটবলে পাড়ি জমানোর গুঞ্জন উড়িয়ে দিয়ে সৌদি আরবকেই নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষণা দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসর ক্লাবের সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়িয়ে তিনি জানিয়ে দিলেন আজীবন সৌদিতেই থাকতে চান তিনি।

আল নাসরের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, “আমি সৌদিতে দারুণ সময় কাটাচ্ছি। পরিবার, সংস্কৃতি, ফুটবল—সবকিছুই উপভোগ করছি। এখানেই জীবন শেষ করতে চাই।”

রোনালদো আরও জানান, সৌদি প্রো-লিগের প্রতিযোগিতা ও মান আগের তুলনায় অনেক বেড়েছে এবং তিনি শুধু নিজের নয়, ক্লাব ও দেশের ফুটবলেও অবদান রাখতে চান।

সৌদি আরবকে “শান্তির দেশ” আখ্যা দিয়ে রোনালদো বলেন, “আমার পরিবার এখানে নিজেদের বাড়ির মতো অনুভব করে। তারা সবসময় আমার সিদ্ধান্তের পাশে থাকে। সৌদিতে আমরা সত্যিই সুখে আছি। মানুষ আমাদের ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে এজন্যই এখানেই থাকতে চাই।”

তিনি জানান, ক্লাব বিশ্বকাপে খেলার জন্য বিভিন্ন ক্লাবের প্রস্তাব পেলেও গ্রহণ করেননি। বিশ্রাম ও প্রস্তুতির প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি। কারণ সামনে রয়েছে দীর্ঘ মৌসুম ও ফিফা বিশ্বকাপ।

আল নাসরের হয়ে এখন পর্যন্ত ১০৫ ম্যাচে ৯৩টি গোল করেছেন সিআর সেভেন। যদিও এখনও লিগ শিরোপা অধরা তবে নতুন মৌসুমে সেই আক্ষেপ ঘোচাতে চান তিনি।

“গত মৌসুমে পারফরম্যান্সে আমি খুশি না। তবে অতীত ভুলে গিয়ে সামনে তাকাতে চাই। এবারই আমাদের মৌসুম হবে। আমি বিশ্বাস করি, সৌদি আরবে আমি চ্যাম্পিয়ন হব”—বলেছেন আত্মবিশ্বাসী রোনালদো।

গণমাধ্যমের তথ্যমতে, রোনালদোর দৈনিক আয় প্রায় ১৩ কোটি টাকা। এবার নতুন মৌসুমে তার লক্ষ্য একটাই—আল নাসরকে সৌদি লিগের সেরা ক্লাবে পরিণত করা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত