ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ঢাবি দিবসের শোভাযাত্রায় ডুয়ার নেতৃবৃন্দ

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ জুলাই ০১ ১১:০১:০৪
ঢাবি দিবসের শোভাযাত্রায় ডুয়ার নেতৃবৃন্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯.৪৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এসময় অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।

'বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে আজ ১ জুলাই ২০২৫ মঙ্গলবার ১০৫তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হচ্ছে।

শোভাযাত্রা শেষে সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখস্থ পায়রা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন এবং ১০৫ পাউন্ডের কেক কাটা হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত