ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

পতনের শঙ্কা কাটিয়ে শেয়ারবাজারে কিছুটা স্বস্তি

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ জুন ২৩ ১৫:৪০:৫৭
পতনের শঙ্কা কাটিয়ে শেয়ারবাজারে কিছুটা স্বস্তি

আগের দুই কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৯৯ পয়েন্টের বেশি কমে যাওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের হতাশা বিরাজ করছিল। তবে আজ সোমবার, সেই পতনের শঙ্কা কাটিয়ে শেয়ারবাজার উত্থানের ধারায় ফিরে এসেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে।

এদিন লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক আগের দিনের কাছাকাছি অবস্থানে লেনদেন হতে দেখা যায়। এরপর সারাদিন ধরে সূচকের ওঠানামা চলতে থাকে। তবে দিনের শেষভাগে উত্থানের দিকে মোড় নেয়, যা বাজারের জন্য একটি ইতিবাচক বার্তা বয়ে আনে। দিনশেষে সূচক এবং টাকার অঙ্কে লেনদেন উভয়ই কিছুটা ইতিবাচক হওয়ায় বিনিয়োগকারীদের দীর্ঘশ্বাস কিছুটা হলেও লাঘব হয়েছে।

আজ ২৩ জুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৫.০৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩.৯৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৬৩.১২ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২২০টির দর বেড়েছে, ১০৪টির দর কমেছে এবং ৭৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ২৭৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৭১ কোটি ৭০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩৩ কোটি ২৯ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৭টির, কমেছে ৭৮টির এবং পরিবর্তন হয়নি ৩৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১২৪.৪০ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৭১.৪৪ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত