ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ড. সঞ্চিতা গুহের চেয়ারম্যান নিয়োগ স্থগিত

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. সঞ্চিতা গুহকে চেয়ারপার্সন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে তার নিয়োগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ (৪ জানুয়ারি) তার এ দায়িত্ব গ্রহণের কথা ছিলো। শিক্ষার্থীরাড. গুহের অতীত কর্মকাণ্ড ও আচরণের জন্য এ পদে দেখতে চান না বলে জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন অধ্যাপক সঞ্চিতা গুহ’র বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ময়না তালুকদার বিদেশে গমন করবেন। এ ক্ষেত্রে কলা অনুষদের ডিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বিভাগের দায়িত্ব গ্রহণ করবেন বলে শিক্ষার্থীদের জানানো হয়েছে।
জুলাই আন্দোলনের সময় ড. সঞ্চিতা গুহ শিক্ষার্থীদের ওপর হামলার ইন্ধন দিয়েছিলেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। সে সময় ছুটিতে থাকলেও অনলাইনে শিক্ষার্থীদের হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করেছিলেন তিনি। এছাড়াও তিনি ক্লাসে পর্দানশীল শিক্ষার্থীদের চিহ্নিত করতেন এবং তাদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করতেন বলে অভিযোগ রয়েছে। ইচ্ছা করেই তাদেরকে কম নম্বর দিতেন বলেও জানান শিক্ষার্থীরা।
এ বিষয়টি নিয়ে গত ৩০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। একই সঙ্গে শিক্ষার্থীরা সংস্কৃত বিভাগের সামনে একটি ব্যানার টাঙিয়ে দুটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হল: ড. সঞ্চিতা গুহকে সংস্কৃত বিভাগের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ দেওয়া যাবে না; এবং সংস্কৃত বিভাগের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তাঁকে অদম্য-১৪, প্রত্যয়ী-১৫, সংকল্প-১৬, সুশ্চম-১৭ এবং সৌরচান্দ্রিক-১৮ ব্যাচের কোনো ক্লাসের দায়িত্ব দেওয়া যাবে না।
যদি এ পদে একজন নিরপেক্ষ এবং যোগ্য ব্যক্তি নিয়োগ দেওয়া হয়, তবে শিক্ষার পরিবেশ উন্নত হবে এবং শিক্ষার্থীদের অধিকার সুরক্ষিত থাকবে বলে মনে করেন শিক্ষার্থীরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান