ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
বাংলাদেশে ঠেলে দেওয়া নিয়ে ভারতকে অ্যামনেস্টির বার্তা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতকে অবিলম্বে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ সীমান্তে পাঠানো বন্ধের আহ্বান জানিয়েছে। পাশাপাশি সংস্থাটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানায়।
বিশ্ব শরণার্থী দিবসের আগের দিন বৃহস্পতিবার (১৯ জুন) দেওয়া এক বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে, রোহিঙ্গা শরণার্থীদের স্বীকৃতি দিতে হবে এবং তাদের মর্যাদার সঙ্গে জীবনযাপনের অধিকার নিশ্চিত করতে হবে।
সংস্থাটি আরও জানায়, গত মাসে ভারতীয় কর্তৃপক্ষ অন্তত ৪০ জন রোহিঙ্গাকে নৌবাহিনীর জাহাজ থেকে লাইফ জ্যাকেট পরিয়ে আন্তর্জাতিক জলসীমায় ফেলে রেখে আসে। অন্য একটি ঘটনায় ১০০ জনেরও বেশি রোহিঙ্গাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য করা হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া বোর্ডের চেয়ারম্যান আকার প্যাটেল বলছেন, "দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা ব্যক্তিদের জন্য একটি আশ্রয়স্থল ভারত। কিন্তু রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দেওয়া এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জোরপূর্বক তাদেরকে বের করে দেওয়ার মতো সাম্প্রতিক পদক্ষেপগুলো ইতিহাস মনে রাখবে।"
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর নেতৃত্বে চালানো অভিযানের পর রোহিঙ্গারা ভয়াবহ নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে আসছে।
সংস্থাটি আরও বলেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের একটি বড় অংশ এখন চরম সংকটে রয়েছে। খাদ্য, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের মতো মৌলিক সেবা পাওয়ার ক্ষেত্রে তারা বিপদের মুখে রয়েছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় এই সংকট আরও ঘনীভূত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস