ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশে ঠেলে দেওয়া নিয়ে ভারতকে অ্যামনেস্টির বার্তা

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতকে অবিলম্বে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ সীমান্তে পাঠানো বন্ধের আহ্বান জানিয়েছে। পাশাপাশি সংস্থাটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানায়।
বিশ্ব শরণার্থী দিবসের আগের দিন বৃহস্পতিবার (১৯ জুন) দেওয়া এক বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে, রোহিঙ্গা শরণার্থীদের স্বীকৃতি দিতে হবে এবং তাদের মর্যাদার সঙ্গে জীবনযাপনের অধিকার নিশ্চিত করতে হবে।
সংস্থাটি আরও জানায়, গত মাসে ভারতীয় কর্তৃপক্ষ অন্তত ৪০ জন রোহিঙ্গাকে নৌবাহিনীর জাহাজ থেকে লাইফ জ্যাকেট পরিয়ে আন্তর্জাতিক জলসীমায় ফেলে রেখে আসে। অন্য একটি ঘটনায় ১০০ জনেরও বেশি রোহিঙ্গাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য করা হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া বোর্ডের চেয়ারম্যান আকার প্যাটেল বলছেন, "দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা ব্যক্তিদের জন্য একটি আশ্রয়স্থল ভারত। কিন্তু রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দেওয়া এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জোরপূর্বক তাদেরকে বের করে দেওয়ার মতো সাম্প্রতিক পদক্ষেপগুলো ইতিহাস মনে রাখবে।"
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর নেতৃত্বে চালানো অভিযানের পর রোহিঙ্গারা ভয়াবহ নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে আসছে।
সংস্থাটি আরও বলেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের একটি বড় অংশ এখন চরম সংকটে রয়েছে। খাদ্য, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের মতো মৌলিক সেবা পাওয়ার ক্ষেত্রে তারা বিপদের মুখে রয়েছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় এই সংকট আরও ঘনীভূত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৯ কোম্পানি
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন