ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
স্পেশাল সিকিউরিটি ফোর্সকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন জনবিচ্ছিন্ন না হয়ে জনসংযোগ এবং নিরাপত্তার মধ্যে একটি ভারসাম্য বজায় রেখে দায়িত্ব পালন করেন।
বুধবার (১৮ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এসএসএফ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'প্রধান উপদেষ্টার দরবার' অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “এসএসএফ একটি ছোট বাহিনী হলেও এর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। এই বাহিনী রাষ্ট্রপতি ও আমার ব্যক্তিগত ও কর্মস্থলের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে।” তিনি গত ১০ মাসে এসএসএফ-এর দেশ-বিদেশে বিভিন্ন দায়িত্ব দক্ষতার সঙ্গে পালনের প্রশংসা করেন।
তিনি জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করায় এসএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কক্সবাজার, রোহিঙ্গা ক্যাম্প, চট্টগ্রাম বন্দর ও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের মতো নানা জায়গায় তারা সফলভাবে কাজ করেছে।
প্রযুক্তিগত হুমকির প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে নিরাপত্তা চ্যালেঞ্জ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই এসএসএফকে সবসময় প্রস্তুত থাকতে হবে এবং নিয়মিত হুমকির মূল্যায়ন করতে হবে। তিনি উল্লেখ করেন, যমুনা সাইবার নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাইবার নিরাপত্তা উন্নয়নের দিকেও এসএসএফ কাজ করছে।
জনভোগান্তি কমাতে তার উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, “বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য ফ্লাইট বন্ধ রাখার পুরোনো নিয়ম বাতিল করা হয়েছে। এতে সাধারণ যাত্রীদের সুবিধা হবে বলে আমি বিশ্বাস করি।”
এসএসএফ-এর আধুনিকায়ন প্রসঙ্গে তিনি জানান, পুরনো ভিএইচএফ রেডিও সিস্টেমের পরিবর্তে ইউএইচএফ প্রযুক্তি সংযোজনের কাজ চলছে। ইনডোর ফ্লাইট ফায়ারিং রেঞ্জ নির্মাণ প্রায় শেষের দিকে যা খুব শিগগিরই ব্যবহারযোগ্য হবে।
তিনি আরও বলেন, এসএসএফকে কার্যকরভাবে পরিচালনার জন্য অন্যান্য বাহিনী ও সংস্থার সহযোগিতা প্রয়োজন। তাই তিনি এসএসএফকে আন্তঃবাহিনী সমন্বয় ও যোগাযোগ বজায় রাখার নির্দেশ দেন।
অনুষ্ঠানে এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী ছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তিন বাহিনীর প্রধান, মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রেস সচিব শফিকুল আলম ও পুলিশের মহাপরিদর্শকসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত