ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
অবসরের গুঞ্জনের জবাব ব্যাটে, মুশফিকের সেঞ্চুরি
টেস্টে গত ১৩ ইনিংসে মুশফিকুর রহিমের সর্বোচ্চ রান ছিল মাত্র ৪০। টানা সাতটি টেস্ট খেলেও একটিও ফিফটি পাননি। তবে আজ সেই খরা কাটিয়ে ‘মিস্টার ডিফেন্ডেবল’ ফিরেছেন পুরোনো ছন্দে, তাও প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষেই। ইনিংসের দ্বিতীয় শতকটি উপহার দিয়েছেন নাজমুল হোসেন শান্তর পর। এটি টেস্টে মুশফিকের ১২তম সেঞ্চুরি।
ব্যাটিংয়ের সময় বিলাসিতা ছিল না, ছিল ধৈর্য আর দায়িত্ববোধ। ১৭৬ বল মোকাবেলায় কেবল পাঁচটি চার মেরে পৌঁছান শতকে। আউট হওয়ার ঝুঁকি না নিয়ে এক-দুই রানেই আগালেন ধীরে ধীরে। শতকের রূপ দেওয়া রানটি এলো একটি এজ শট থেকে, যেটি স্টাম্পের দিকে গড়াচ্ছিল। দুই পায়ের মাঝে বল পড়তেই শান্তর ডাকে সাড়া দেন, এবং পূর্ণ করেন কাঙ্ক্ষিত তিন অঙ্ক।
গত ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে ছিলেন একেবারেই নিষ্প্রভ। দলও একটিও জয় পায়নি। পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে পড়ে ওয়ানডে থেকে অবসর নেন মুশফিক। তখনই প্রশ্ন উঠেছিল—টেস্টও কি ছাড়তে চলেছেন তিনি? লঙ্কান সিরিজ দিয়েই কি শুরু হবে বিদায়ের সূচনা?
তবে গুঞ্জনের জবাব তিনি দিয়েছেন ব্যাট হাতে। এই নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থবারের মতো শতক তুলে নিলেন। টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান তিনি—তালিকায় তার ওপরে আছেন শুধু মুমিনুল হক, যার সেঞ্চুরি সংখ্যা ১৩।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন