ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
বিএসইসি আয়োজিত শেয়ারবাজারের অংশীজনদের ঈদ মিলনমেলা
ঈদুল আজহার পরবর্তী প্রথম কর্মদিবস, রোববার (১৫ জুন) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের মাল্টিপারপাস হলে আয়োজিত এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও অংশীজনদের প্রতিনিধিদের স্বাগত জানায়।
সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মোঃ মোহসিন চৌধুরী, কমিশনার মোঃ আলী আকবর ও কমিশনার ফারজানা লালারুখ। তাঁরা দেশের শেয়ারবাজারের বিভিন্ন অংশীজন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং বিএসইসি গঠিত শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স ও অনুসন্ধান/তদন্ত কমিটির প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) শীর্ষ নেতৃবৃন্দসহ গণমাধ্যমের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন, যার ফলে ঈদ পুনর্মিলনীটি এক প্রাণবন্ত ও আন্তরিক পরিসরে পরিণত হয়।
পরে দুপুর ১২টায় শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত হয় একটি পৃথক ঈদ পুনর্মিলনী। এতে সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকেই অংশগ্রহণ করেন। বিনিয়োগকারীদের প্রত্যক্ষ অংশগ্রহণ এই আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।
সবশেষে বিকাল ২টা ৩০ মিনিটে বিএসইসি’র সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে কমিশনের অভ্যন্তরীণ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে চেয়ারম্যান ও কমিশনাররা প্রত্যেকের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন এবং একটি ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও পেশাদার শেয়ারবাজার গঠনে সবার আন্তরিক ভূমিকার প্রশংসা করেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন মহলের মধ্যে সৌহার্দ্য ও সমন্বয়ের পরিবেশকে আরও দৃঢ় করেছে বলে মনে করছেন উপস্থিত অতিথিরা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে