ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
হঠাৎ উত্তপ্ত রাজধানীর প্রেস ক্লাব এলাকা, সাউন্ড গ্রে-নে-ড নিক্ষেপ

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সচিবালয়ের দিকে পদযাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়েন ১৭তম শিক্ষক নিবন্ধনধারীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এর ফলে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
রোববার (১৫ জুন) দুপুর সোয়া ১টার দিকে সচিবালয়ের ৫ নম্বর ফটকের কাছে এ ঘটনা ঘটে। ১৭তম ব্যাচের নিবন্ধিত প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে প্রেস ক্লাব থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন। তবে পুলিশ জানায় সচিবালয় এলাকায় আগে থেকেই সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সচিবালয়ের ফটকের কাছাকাছি পৌঁছালে পুলিশ তাদের থামাতে অনুরোধ করে। আন্দোলনকারীরা অনুরোধ না মানায় পুলিশ প্রথমে পাঁচটি ও পরে আরও দুটি সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং লাঠিচার্জ শুরু করে। পরে মিছিলকারীরা প্রেস ক্লাব মোড়ে ফিরে অবস্থান নেন।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “সচিবালয় একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা এলাকা। সেখানে সভা-সমাবেশ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের কিছুটা বলপ্রয়োগ করতে হয়েছে।”
মিছিলে অংশ নেওয়া এক নিবন্ধনধারী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে আসছি। সরকার আমাদের উপেক্ষা করছে। এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে অথচ আমাদের সমস্যা এখনো অনিশ্চিত। বাধ্য হয়েই সচিবালয়ের সামনে যেতে চেয়েছিলাম।”
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো হলো:
১. ১৭তম ব্যাচের নিবন্ধিত প্রার্থীদের জন্য আপিল বিভাগের রায় অনুযায়ী বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন করার সুযোগ দিতে হবে।
২. ১৭তম ব্যাচের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত রাখতে হবে।
৩. আইন ও বিচার মন্ত্রণালয় এবং এনটিআরসিএর সুপারিশ অনুযায়ী দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আন্দোলনকারীরা প্রেস ক্লাব মোড়ে অবস্থান করছিলেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি এখনও থমথমে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল ৯ কোম্পানি