ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
দেশে করোনার নতুন ধরন শনাক্ত : আক্রান্ত এক নারী

যশোরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন সাতক্ষীরার কলারোয়ার এক নারী। বৃহস্পতিবার দুপুরে যশোরের ইবনেসিনা হসপিটালে নমুনা পরীক্ষায় তার শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন।
ইবনেসিনা হসপিটালের এক কর্মকর্তা জানান, শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি নিয়ে ভর্তি হওয়া ওই নারীর উপসর্গ দেখে কর্তব্যরত চিকিৎসক করোনা পরীক্ষার পরামর্শ দেন। দুপুর ১২টার দিকে নমুনা পরীক্ষা করে করোনার ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। পরে দ্রুত তাকে জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, ওই নারী যশোর শহরে মেয়ের বাসায় থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে। তবে করোনার উপসর্গ নিয়ে অনেক রোগী হাসপাতালে আসছেন কিন্তু কিটের সংকটে পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে কিটের চাহিদা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবেও পরীক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। তবে সেখানে পরীক্ষার যন্ত্র থাকলেও কিটের অভাবে কাজ শুরু করা যাচ্ছে না।
ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, ইবনেসিনা হসপিটালের রিপোর্টে করোনা শনাক্ত হলেও রোগী ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা তা নিশ্চিত নয়। তিনি সবাইকে মাস্ক পরা, জনাকীর্ণ স্থান এড়িয়ে চলা, ১.৫ মিটার দূরত্ব বজায় রাখা, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়া এবং ব্যবহৃত সামগ্রী জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন। সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আতঙ্ক নয় প্রয়োজন সতর্কতা।
উল্লেখ্য, বর্তমানে ওমিক্রনের এক্সবিবি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে—জ্বর ও কাশি ছাড়াই মাথা, গলা, পিঠ ও জয়েন্টে ব্যথা, ক্ষুধামান্দ্য, নিউমোনিয়া এবং তীব্র শ্বাসকষ্ট। এই ধরনটি সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটিয়ে দ্রুত জটিলতা সৃষ্টি করতে পারে। তাই সকলকে সতর্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ