ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
দেশে করোনার নতুন ধরন শনাক্ত : আক্রান্ত এক নারী
যশোরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন সাতক্ষীরার কলারোয়ার এক নারী। বৃহস্পতিবার দুপুরে যশোরের ইবনেসিনা হসপিটালে নমুনা পরীক্ষায় তার শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন।
ইবনেসিনা হসপিটালের এক কর্মকর্তা জানান, শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি নিয়ে ভর্তি হওয়া ওই নারীর উপসর্গ দেখে কর্তব্যরত চিকিৎসক করোনা পরীক্ষার পরামর্শ দেন। দুপুর ১২টার দিকে নমুনা পরীক্ষা করে করোনার ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। পরে দ্রুত তাকে জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, ওই নারী যশোর শহরে মেয়ের বাসায় থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে। তবে করোনার উপসর্গ নিয়ে অনেক রোগী হাসপাতালে আসছেন কিন্তু কিটের সংকটে পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে কিটের চাহিদা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবেও পরীক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। তবে সেখানে পরীক্ষার যন্ত্র থাকলেও কিটের অভাবে কাজ শুরু করা যাচ্ছে না।
ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, ইবনেসিনা হসপিটালের রিপোর্টে করোনা শনাক্ত হলেও রোগী ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা তা নিশ্চিত নয়। তিনি সবাইকে মাস্ক পরা, জনাকীর্ণ স্থান এড়িয়ে চলা, ১.৫ মিটার দূরত্ব বজায় রাখা, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়া এবং ব্যবহৃত সামগ্রী জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন। সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আতঙ্ক নয় প্রয়োজন সতর্কতা।
উল্লেখ্য, বর্তমানে ওমিক্রনের এক্সবিবি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে—জ্বর ও কাশি ছাড়াই মাথা, গলা, পিঠ ও জয়েন্টে ব্যথা, ক্ষুধামান্দ্য, নিউমোনিয়া এবং তীব্র শ্বাসকষ্ট। এই ধরনটি সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটিয়ে দ্রুত জটিলতা সৃষ্টি করতে পারে। তাই সকলকে সতর্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার
- দেশে ফের মধ্যরাতে ভূমিকম্প অনুভূত
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে