ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

তারকাবহুল উত্তেজনাকর ম্যাচে পারল না বাংলাদেশ

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুন ১০ ২০:৫০:৩৮
তারকাবহুল উত্তেজনাকর ম্যাচে পারল না বাংলাদেশ

তারকাবহুল উত্তেজনাকর ম্যাচে পারল না বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে গ্যালারি ভরা দর্শকদের হতাশ করে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে গেল হামজা চৌধুরীর দল। হারলেও সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছে শমিত-ফাহমিদুলরা। উত্তাল গ্যালারির উল্লাসপূর্ণ স্রোত সত্ত্বেও বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে।

হাভিয়ের কাবরেরার শিষ্যরা শুরু থেকেই সিঙ্গাপুরকে টক্কর দিতে মরিয়া ছিল। গোল করার ভালো সুযোগ তৈরিতে ছিল সফরকারীরা এগিয়ে।

ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যে সিঙ্গাপুর এগিয়ে যেতে পারত। হ্যারিস স্টুয়ার্টের লং থ্রো নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন বাংলাদেশের গোলকিপার মিতুল মারমা। সেই সুযোগ নেয়া জর্ডানের হেডে বল পেয়ে যান সিঙ্গাপুরের সং উই ইয়াং, কিন্তু কাছ থেকে শট নেওয়া সত্ত্বেও গোল করতে পারেননি।

৩১ মিনিটে সিঙ্গাপুরের ফরোয়ার্ড ইখসান ফান্দির শট বাঁ পাশে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মিতুল মারমা।

প্রথমার্ধের যোগ করা সময়ের মাত্র এক মিনিট বাকি থাকতে সিঙ্গাপুরের সাত নাম্বার সং উই ইয়াং বাংলাদেশের জালে বল জড়ান। হ্যারিসের ক্রস থেকে ডান পায়ের ভলিতে দুর্দান্ত গোল করে সিঙ্গাপুর বিরতিতে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা চাপ কমায় বাংলাদেশ। কিন্তু ৫৮ মিনিটে সিঙ্গাপুরের নাম্বার নাইন, ইখসান ফান্দি ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের বাইরে থেকে হামি শিয়াহিনের শট মিতুল মারমা ঠেকাতে পারলেও রিবাউন্ডে দ্রুত বল পেয়ে ফাঁক থাকা খাতে মাটি কামড়ানো শটে গোল করেন ইখসান।

দুই গোল পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। একের পর এক আক্রমণে ৬৭ মিনিটে প্রথম গোলটি করেন রাকিব হোসেন। হামজা চৌধুরীর পাস থেকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট দিয়ে গোল করে লাল-সবুজের আশা বাড়ান।

এই গোলের পর থেকে বাংলাদেশ পুরো ম্যাচ জুড়ে সিঙ্গাপুরের অর্ধে ঘাঁটি গেড়েছিল। বদলি আল আমিন, ফয়সাল ফাহিম ও হামজারা একাধিক আক্রমণ চালান। সেট পিস বা একক প্রচেষ্টায় সিঙ্গাপুরের বক্সে ঝামেলা তৈরি করলেও শেষ পর্যন্ত ফিনিশিংয়ে ব্যর্থ হয়ে হার মেনে নিতে হয় বাংলাদেশকে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত