ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

পাসপোর্টে

নেই পুলিশ ভেরিফিকেশন, বড় সুফল পাচ্ছেন সেবা গ্রহীতারা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ০৮ ১৭:১২:৫৮
নেই পুলিশ ভেরিফিকেশন, বড় সুফল পাচ্ছেন সেবা গ্রহীতারা

পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া তুলে দেয়ার ফলে পাসপোর্ট অধিদপ্তর অসাধারণ সাফল্য অর্জন করেছে এবং এর সুফল এখন সেবাগ্রহীতারা পাচ্ছেন।

অধিদপ্তর জানায়, এই সিদ্ধান্তের মাধ্যমে ভোগান্তি ও দালালদের শোষণ কমে গিয়ে আবেদনকারীরা নির্ধারিত সময়ে পাসপোর্ট পাচ্ছেন। পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বন্ধের আগে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১ লাখ ৬৯ হাজার ১৩৮টি পাসপোর্ট আবেদন আটকে ছিল। কিন্তু এই পদক্ষেপের কারণে এসব পাসপোর্ট দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে গেছে।

দেশের পাসপোর্ট ইতিহাসে এটি একটি যুগান্তকারী সফলতা হিসেবে বিবেচিত হচ্ছে।

পাসপোর্ট অধিদপ্তর আরও জানিয়েছে, গত মার্চ মাসে ২ লাখ ৫৭ হাজার ৫৩টি পাসপোর্ট ইস্যু করা হয়েছে। এপ্রিল মাসে এই সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ২২ হাজার ১৩০টি এবং মে মাসে ইস্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫২ হাজার ৪২৪টি।

এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নূরুল আনোয়ার বলেন, "ভেরিফিকেশনের বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়ার পর এখন আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাচ্ছেন প্রত্যাশীরা। মাঝখানে তাদের যে সময় লাগতো, সেটি আর লাগছে না।"

কলামিস্ট ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. কুদরাত-ই খুদা বলেন, "পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ায় নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।"

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "পুলিশ ভেরিফিকেশনের ফলে যথাসময়ে গ্রাহকের পাসপোর্ট ডেলিভারি দিতে বিলম্ব হতো। এ ক্ষেত্রে গ্রাহক পাসপোর্ট অফিসকে দোষারোপ করত। কিন্তু এখন পুলিশ ভেরিফিকেশন ছাড়া সুপার এক্সপ্রেস সার্ভিসের আওতায় যে কোনো প্রয়োজনে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে।"

পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে গত ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়, 'পুলিশ ভেরিফিকেশন নয়, জাতীয় পরিচয়পত্রের তথ্যের (এনআইডি) ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেবে সরকার।'

এতে আরও বলা হয়, 'বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্মনিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দেওয়া হবে। পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে মৌলিক তথ্যের পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে। পাসপোর্ট আবেদনের জন্য জাতীয় পরিচয়পত্র ডেটাবেজ বা জন্মনিবন্ধন ডেটাবেজের সঙ্গে যাচাই করা হলে তা বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ৫ (২) ধারার উদ্দেশে পূরণকল্পে প্রয়োজনীয় তদন্ত শেষ হয়েছে বলে গণ্য হবে।'

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত