ঢাকা, রবিবার, ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২

এনসিপির পেছনে ৩ মাস্টারমাইন্ডের নাম ফাঁস করলেন রাশেদ খান

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ০২ ১২:৫২:৩২
এনসিপির পেছনে ৩ মাস্টারমাইন্ডের নাম ফাঁস করলেন রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের পেছনের তিন প্রধান পরিকল্পনাকারীর (মাস্টারমাইন্ড) নাম প্রকাশ করেছেন। তিনি জানান, এই তিনজন হলেন—নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ।

রাশেদের দাবি অনুযায়ী, এনসিপি কোনো সাধারণ রাজনৈতিক দল নয় বরং এটি একটি সরকারপৃষ্ঠপোষিত প্রকল্প। তিনি বলেন, নাহিদ ইসলাম যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন তখনই এই দলের পরিকল্পনা শুরু হয়। মাহফুজ আলম ও আসিফ মাহমুদও তখন সরকারের সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা তিনজন মিলে এনসিপি গঠনের মূল উদ্যোক্তা হিসেবে কাজ করেন।

রাশেদ খান আরও জানান, দলের গঠনের প্রাথমিক আলোচনা হয়েছিল নাহিদ ইসলামের মন্ত্রীপাড়ার বাসভবনে যেখানে বিভিন্ন পক্ষকে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, “তারা আমাদের দলের অনেক নেতাকর্মীকেও নানা প্রলোভন দেখিয়ে এনসিপিতে টানার চেষ্টা করেছে।”

নাহিদ ইসলামের সাম্প্রতিক এক বক্তব্য প্রসঙ্গে রাশেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “তিনি বলছেন মাহফুজ ও আসিফ এনসিপির সঙ্গে যুক্ত নন—এটি সম্পূর্ণ অসত্য। এমন একজন সংগ্রামী মানুষ কীভাবে প্রকাশ্যে মিথ্যা বলতে পারেন তা বোধগম্য নয়।”

রাশেদ খান আরও বলেন, “মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এখনও সরকারের অংশ এবং এনসিপির প্রতিনিধিত্ব করছেন। একসময় তারা ছাত্র ও জনতার প্রতিনিধি হিসেবে পরিচিত থাকলেও এখন তারা সরাসরি সরকারের সঙ্গে যুক্ত।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত