ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
সবাইকে চমকে দিয়ে আদালতে ফুরফুরে মেজাজে মমতাজ
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আজ শুক্রবার (৩০ মে) চার দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জের আদালতে হাজির করা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে হরিরামপুর থানা থেকে আনা হয় জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-৩-এ।
গোলাপি রঙের নতুন কেডস পরে ফুরফুরে মেজাজে আদালতে উপস্থিত হন মমতাজ বেগম। তবে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর গুরুত্ব একেবারেই হালকাভাবে দেখার সুযোগ নেই।
২০১৩ সালে হরতাল চলাকালে সিংগাইরের গোবিন্দল এলাকায় পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় নিহতদের একজনের স্বজন মো. মজনু মোল্লা ২০২৩ সালের ২৫ অক্টোবর মমতাজকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
গত ২২ মে ওই মামলায় আদালত মমতাজকে চার দিনের রিমান্ডে পাঠান। সিংগাইর থানার ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় রিমান্ড চলাকালে তাকে হরিরামপুর থানায় রাখা হয়।
আজ রিমান্ড শেষ হওয়ার পর শুনানিতে আরেকটি মামলায়—হরিরামপুরে ভাঙচুর ও মারামারির ঘটনায়—বিচারক মমতাজ বেগমের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মানিকগঞ্জ পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন জানান, নতুন রিমান্ডের আদেশ অনুযায়ী মমতাজকে আবারও হরিরামপুর থানায় পাঠানো হয়েছে।
আদালত চত্বরে এদিন ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আগের উপস্থিতির মতো কোনো অপ্রীতিকর ঘটনা, যেমন ডিম বা জুতা নিক্ষেপ, ঘটেনি। বিএনপির কোনো নেতাকর্মীকেও আজ সেখানে দেখা যায়নি।
কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, সাবেক এমপি মমতাজ বেগমকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক নতুন করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে ২৭ মে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তাকে। সব মিলিয়ে এখন পর্যন্ত ছয় দিনের রিমান্ডে রয়েছেন এই কণ্ঠশিল্পী।
তবে আদালতে তার উপস্থিতি অনেককেই চমকে দেয়। গুরুতর মামলার শুনানির দিনেও মমতাজের মুখে ছিল হালকা হাসি আর চোখে আত্মবিশ্বাসের ছাপ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ