ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

বৈঠকে কী সিদ্ধান্ত, কী আলোচনা: মুখ খুললেন প্রেস সচিব

২০২৫ মে ২৪ ১৮:০৩:৫৭
বৈঠকে কী সিদ্ধান্ত, কী আলোচনা: মুখ খুললেন প্রেস সচিব

ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানিয়ে সামাজিক মাধ্যমে পোষ্ট দিয়েছেন।

শনিবার (২৪ মে) বিকাল ৫টায় নিজের ফেসবুক পেইজে একটি পোষ্ট দিয়েছেন তিনি।

পোষ্টে প্রেস সচিব লিখেছেন, আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শের-ই-বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

শফিকুল আলম লিখেছেন, দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দাওয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রেস সচিব লিখেছেন, দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ।

তিনি আরও লেখেন, সব বাধা ও চাপে গোষ্ঠীস্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে। তবে যদি পরাজিত শক্তির উসকানি এবং বিদেশি ষড়যন্ত্রের কারণে সরকারের দায়িত্ব পালনে অযথা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, তাহলে সরকার তা জাতির সামনে স্পষ্টভাবে তুলে ধরবে এবং সেই অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

সবশেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব লেখেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে উদ্ভূত জনআকাঙ্ক্ষাকে ধারণ করে দায়িত্ব পালন করছে। তবে যদি সরকারের স্বকীয়তা, সংস্কার প্রচেষ্টা, বিচার কার্যক্রম, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক প্রশাসনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয় এবং এর ফলে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি হয়, তাহলে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে