ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ

২০২৫ মে ২২ ১৪:৫৭:২২
কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ

ডুয়া ডেস্ক: শিক্ষক আন্দোলনের চাপে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী। বৃহস্পতিবার (২২ মে) তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান।

প্রসঙ্গত, চলতি বছরের ১ মে শিক্ষা মন্ত্রণালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। দায়িত্ব নেয়ার কিছুদিন পর চলমান শিক্ষক-শিক্ষার্থী বিরোধের মধ্যেই তিনি ১৯ মে দাপ্তরিক প্রয়োজনে ঢাকায় যান।

পদত্যাগের আগে শিক্ষক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ক্যাম্পাসে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপাচার্যের পদত্যাগ ও নতুন নিয়োগের দাবি জানানো হয়। শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে।

এর আগে চলমান আন্দোলনের জেরে গত ২৫ এপ্রিল কুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে