ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার

২০২৫ মে ২২ ১০:৩২:১১
সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার

ডুয়া ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে না দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশ আজ (বৃহস্পতিবার) ঘোষণা করবে হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেবেন।

এই আদেশকে ঘিরে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে মাজার গেট ও বার কাউন্সিল গেটসহ বিভিন্ন প্রবেশপথে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গতকাল রিটের আদেশ ঘোষণার দিন পেছানো হয় এবং নতুন তারিখ হিসেবে আজকের দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, গত ১৪ মে বুধবার ঢাকার বাসিন্দা মো. মামুনুর রশিদ এ রিট আবেদন করেন। রিটে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণে নিষেধাজ্ঞা চাওয়ার পাশাপাশি তাঁকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

রিটকারী মামুনুর রশিদের পক্ষে আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত রয়েছেন কাজী আকবর আলী।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে