ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
‘নোবেল শারীরিক ও মানসিকভাবে সুস্থ নয়’
ডুয়া ডেস্ক: সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করেছে রাজধানীর ডেমরা থানা পুলিশ। ২০ মে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ভুক্তভোগী নারী ঢাকার মোহাম্মদপুরে ভাড়া বাসায় থাকেন। ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে তার পরিচয় হয়। সে সময় তিনি ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে নিয়মিত ফোনে যোগাযোগ এবং দেখা-সাক্ষাৎ শুরু হয়।
ভুক্তভোগীর দাবি, একদিন নোবেল তাকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা এলাকার একটি বাসায় নিয়ে যান। পরে তিনি ফিরে যেতে চাইলে, নোবেল ও কয়েকজন মিলে তাকে জোর করে একটি কক্ষে আটকে রাখেন এবং তার মোবাইল ফোন ভেঙে ফেলে। ওই বাসায় তাকে ধর্ষণ করা হয় এবং সেই ঘটনার ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ এক গণমাধ্যমকে বলেন, “আমি বর্তমানে মালয়েশিয়ায় আছি। সামাজিক মাধ্যমে সংবাদ দেখে বিষয়টি জানতে পারি। যদিও অনেকদিন দেখা হয়নি, কিন্তু মাঝে মাঝে ফোনে কথা হতো।”
তিনি আরও বলেন, “যে অভিযোগ এসেছে—তা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কারণ সাত মাস ধরে নোবেল আটকে রেখে ধর্ষণ’-আসলে ওর সঙ্গে সাত মাস কারো পক্ষে থাকা সম্ভব এটা আমার বিশ্বাস হয় না। নোবেল নিজেই শারীরিক ও মানসিকভাবে সুস্থ নয়, দীর্ঘদিন রিহ্যাবে ছিল। এরপর ছাড়া পেয়েছে। এখন যেহেতু মামলা হয়েছে, সত্য-মিথ্যা আদালতেই প্রমাণ হবে। আমাকে সেটিই অপেক্ষা করে দেখতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস