ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
‘নোবেল শারীরিক ও মানসিকভাবে সুস্থ নয়’
.jpg)
ডুয়া ডেস্ক: সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করেছে রাজধানীর ডেমরা থানা পুলিশ। ২০ মে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ভুক্তভোগী নারী ঢাকার মোহাম্মদপুরে ভাড়া বাসায় থাকেন। ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে তার পরিচয় হয়। সে সময় তিনি ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে নিয়মিত ফোনে যোগাযোগ এবং দেখা-সাক্ষাৎ শুরু হয়।
ভুক্তভোগীর দাবি, একদিন নোবেল তাকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা এলাকার একটি বাসায় নিয়ে যান। পরে তিনি ফিরে যেতে চাইলে, নোবেল ও কয়েকজন মিলে তাকে জোর করে একটি কক্ষে আটকে রাখেন এবং তার মোবাইল ফোন ভেঙে ফেলে। ওই বাসায় তাকে ধর্ষণ করা হয় এবং সেই ঘটনার ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ এক গণমাধ্যমকে বলেন, “আমি বর্তমানে মালয়েশিয়ায় আছি। সামাজিক মাধ্যমে সংবাদ দেখে বিষয়টি জানতে পারি। যদিও অনেকদিন দেখা হয়নি, কিন্তু মাঝে মাঝে ফোনে কথা হতো।”
তিনি আরও বলেন, “যে অভিযোগ এসেছে—তা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কারণ সাত মাস ধরে নোবেল আটকে রেখে ধর্ষণ’-আসলে ওর সঙ্গে সাত মাস কারো পক্ষে থাকা সম্ভব এটা আমার বিশ্বাস হয় না। নোবেল নিজেই শারীরিক ও মানসিকভাবে সুস্থ নয়, দীর্ঘদিন রিহ্যাবে ছিল। এরপর ছাড়া পেয়েছে। এখন যেহেতু মামলা হয়েছে, সত্য-মিথ্যা আদালতেই প্রমাণ হবে। আমাকে সেটিই অপেক্ষা করে দেখতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর