ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

২০২৫ মে ১৭ ১৬:৫৭:৪৭
রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

ডুয়া ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (১৭ মে) দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ‘রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।’

এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এ ছাড়া, সারাদেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজবাড়ি, সিরাজগঞ্জ, চাঁদপুর, বান্দরবান, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও ঝিনাইদহ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে, তবে কিছু কিছু এলাকায় এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে