ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
জবির আন্দোলনে সংহতি জানিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অংশগ্রহণ
.jpg)
ডুয়া ডেস্ক: আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে এবার তাদের পাশে দাঁড়ালেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরাও। অ্যালামনাই অ্যাসোসিয়েশন ব্যানারে তারা সরাসরি আন্দোলনে অংশ নিয়েছেন।
শুক্রবার (১৬ মে) রাজধানীর কাকরাইল মোড়ে শিক্ষক-শিক্ষার্থীদের চলমান কর্মসূচিতে অংশ নিয়ে ‘শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের যৌক্তিক আন্দোলনে সংহতি প্রকাশ’ ব্যানারে সমাবেশ করেন সাবেক শিক্ষার্থীরা।
সমাবেশে অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী ত্রিদিব সাহা বলেন, “আমাদের শিক্ষার্থীদের ওপর যে আচরণ করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উপদেষ্টা আমাদের হুমকি দিচ্ছেন— তিনি বলার কে? এই দেশ ছাত্রসমাজের রক্তের বিনিময়ে অর্জিত। আমরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। স্বৈরাচার শেখ হাসিনা জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় থেকেছেন, ভবিষ্যতে যারা আসবেন তারাও যদি এ দাবি না মানেন, তাহলে তাদেরও একই পরিণতি বরণ করতে হবে।”
সমাবেশে বক্তারা চলমান চার দফা দাবিকে সম্পূর্ণ যৌক্তিক হিসেবে আখ্যায়িত করেন এবং অন্তর্বর্তী সরকারকে দ্রুত এ দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।
তারা জানান, যতক্ষণ না সরকারের পক্ষ থেকে দাবি পূরণের স্পষ্ট ঘোষণা আসবে, ততক্ষণ আন্দোলন চলবে। এ সময় বক্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র প্রতিবাদ ও দায়ীদের বিচার দাবি করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. জহিরুল ইসলাম শিকদার, কার্যকরী সভাপতি আলতাফ হোসাইন, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজল এবং অ্যাডভোকেট মহসীন বিশ্বাস প্রমুখ।
চার দফা দাবিগুলো হল-১। আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে; ২। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; ৩। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে; ৪। শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা পুলিশের বিচার করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি