ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
জবির আন্দোলনে সংহতি জানিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অংশগ্রহণ
.jpg)
ডুয়া ডেস্ক: আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে এবার তাদের পাশে দাঁড়ালেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরাও। অ্যালামনাই অ্যাসোসিয়েশন ব্যানারে তারা সরাসরি আন্দোলনে অংশ নিয়েছেন।
শুক্রবার (১৬ মে) রাজধানীর কাকরাইল মোড়ে শিক্ষক-শিক্ষার্থীদের চলমান কর্মসূচিতে অংশ নিয়ে ‘শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের যৌক্তিক আন্দোলনে সংহতি প্রকাশ’ ব্যানারে সমাবেশ করেন সাবেক শিক্ষার্থীরা।
সমাবেশে অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী ত্রিদিব সাহা বলেন, “আমাদের শিক্ষার্থীদের ওপর যে আচরণ করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উপদেষ্টা আমাদের হুমকি দিচ্ছেন— তিনি বলার কে? এই দেশ ছাত্রসমাজের রক্তের বিনিময়ে অর্জিত। আমরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। স্বৈরাচার শেখ হাসিনা জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় থেকেছেন, ভবিষ্যতে যারা আসবেন তারাও যদি এ দাবি না মানেন, তাহলে তাদেরও একই পরিণতি বরণ করতে হবে।”
সমাবেশে বক্তারা চলমান চার দফা দাবিকে সম্পূর্ণ যৌক্তিক হিসেবে আখ্যায়িত করেন এবং অন্তর্বর্তী সরকারকে দ্রুত এ দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।
তারা জানান, যতক্ষণ না সরকারের পক্ষ থেকে দাবি পূরণের স্পষ্ট ঘোষণা আসবে, ততক্ষণ আন্দোলন চলবে। এ সময় বক্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র প্রতিবাদ ও দায়ীদের বিচার দাবি করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. জহিরুল ইসলাম শিকদার, কার্যকরী সভাপতি আলতাফ হোসাইন, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজল এবং অ্যাডভোকেট মহসীন বিশ্বাস প্রমুখ।
চার দফা দাবিগুলো হল-১। আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে; ২। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; ৩। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে; ৪। শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা পুলিশের বিচার করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা